“প্রথম যাত্রাতেই অ্যাক্ট অফ গড!” মোদীর কপ্টার না নামতে পারায় কুশল ঘোষের বিষ্ফোরক কটাক্ষ।

ঘন কুয়াশার জেরে শেষ মুহূর্তে ভেস্তে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রানাঘাটের তাহেরপুর সভা। শনিবার সকাল থেকে সভার সব প্রস্তুতি থাকলেও কুয়াশার চাদরে ঢাকা থাকায় আকাশ থেকে নামতেই পারল না প্রধানমন্ত্রীর চপার। শেষ পর্যন্ত কলকাতা বিমানবন্দরে ফিরে অডিয়ো বার্তায় বক্তব্য রাখেন তিনি। আর এই ঘটনা ঘিরেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা।
প্রধানমন্ত্রীর ‘আবার আসব’ বার্তা ও পাল্টা কটাক্ষ অডিয়ো বার্তায় মোদী বলেন, “আজ আবহাওয়ার জন্য যেতে পারিনি। কিন্তু আমি আবার আসব। আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলব।” এরই সঙ্গে কিছুটা কটাক্ষ মিশিয়ে তিনি যোগ করেন, “আমি সেই সব রাজনীতিকদের মধ্যে পড়ি না, যারা আবহাওয়ার বাধা নিয়েও রাজনীতি করবেন।”
তৃণমূলের ‘অ্যাক্ট অফ গড’ তোপ প্রধানমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ময়দানে নামেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বিদ্রূপের সুরে বলেন:
“ভাল করে পুজো দেবেন। প্রথম যাত্রাতেই এটা হল, অ্যাক্ট অফ গড! অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই সংসদে বলেছিলেন— মওসম আভি বিগড়নেওয়ালা হ্যায়। বিজেপির জন্য বাংলার মওসম অলরেডি বিগড় চুকা হ্যায়।”
কুণাল ঘোষ আরও একধাপ এগিয়ে প্রশ্ন তোলেন সেনার হেলিকপ্টারের প্রযুক্তি নিয়েও। তাঁর কথায়, “সেনার হেলিকপ্টার কি এতই দুর্বল যে এইটুকু কুয়াশায় নামতে পারল না!”
বিজেপির সাফাই বিজেপি নেতৃত্ব অবশ্য স্পষ্ট করে দিয়েছে যে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখেই বায়ুসেনার পাইলটরা ঝুঁকি নেননি। কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়ায় অবতরণ অসম্ভব ছিল।
কুয়াশা কেটে গেলেও রাজনীতির এই মেঘ কতদিনে কাটে, সেটাই এখন দেখার। তবে মোদীর ‘আবার আসব’ বার্তা বুঝিয়ে দিচ্ছে, ২০২৬-এর লড়াইয়ের জমি তিনি এখনই ছাড়ছেন না।