ঘর আটকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! বিএনপি নেতার ৭ বছরের মেয়ের করুণ মৃত্যু, অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ।

ওসমান হাদির মৃত্যুর পর থেকেই গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। শনিবার যখন তাঁর শেষযাত্রায় শোকের ছায়া, ঠিক তখনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এল শিউরে ওঠার মতো হিংসার খবর। লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে তাঁর ৭ বছরের শিশুকন্যাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। অন্যদিকে, কুড়িগ্রামে এক জামায়াত কর্মীর বাড়িতে পৌঁছেছে রহস্যময় ‘মৃত্যু পরোয়ানা’।
লক্ষ্মীপুরের নারকীয় ঘটনা: পুড়ল শিশু লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে গভীর রাতে ভয়াবহ হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, ঘরটি বাইরে থেকে তালা দিয়ে আটকে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
হৃদয়বিদারক মৃত্যু: আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বেলালের ৭ বছরের ছোট মেয়ে আয়েষার।
আহত: গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বেলাল হোসেন এবং তাঁর অন্য দুই মেয়ে। ঘর থেকে বেরোনোর পথ বন্ধ করে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘিরে নিন্দার ঝড় উঠেছে।
কুড়িগ্রামে রহস্যময় ‘চিরকুট’ আতঙ্ক কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাড়িতে হত্যার হুমকি দিয়ে চিরকুট রেখে যাওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় শাহ আলমের স্ত্রী ব্যালকনিতে ওই চিরকুটটি পান।
হুমকি: চিরকুটে শাহ আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি।
পুলিশি তৎপরতা: আতঙ্কিত হয়ে শাহ আলম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কারা এই অস্থির আবহে রহস্যময় চিরকুট পাঠাচ্ছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
হাদি-পরবর্তী হিংসার কোপ ঢাকায় প্রকাশ্য রাস্তায় বন্দুকবাজের গুলিতে আহত হয়েছিলেন ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর খবর আসতেই বাংলাদেশ জুড়ে শুরু হয় তাণ্ডব। অগ্নিসংযোগ থেকে শুরু করে যুবককে পিটিয়ে পুড়িয়ে মারার মতো ঘটনাও ঘটেছে ‘ইউনুস আমলে’। একদিকে যখন বাংলাদেশের নেতারা লালকেল্লা দখলের হুঙ্কার দিচ্ছেন, অন্যদিকে দেশের ভেতরের এই চরম অরাজকতা ও সাধারণ মানুষের প্রাণহানি ওপার বাংলার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।