“আমি শাহরুখ খান বলছি, ফোন করো!” কিং খানের মেসেজ দেখে কেন ভয়ে নীল হয়ে গিয়েছিলেন রাধিকা আপ্তে?

তিনি বিশ্বের অন্যতম বড় সুপারস্টার, কিন্তু মাটির কাছাকাছি মানুষ হিসেবে তাঁর তুলনা মেলা ভার। কথা হচ্ছে বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানকে নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী রাধিকা আপ্তে ভাগ করে নিলেন শাহরুখের সঙ্গে তাঁর জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতার কথা, যা শুনে মুগ্ধ নেটিজেনরা।

“এটা নির্ঘাত প্র্যাঙ্ক কল!” ঘটনাটি কয়েক বছর আগের। রাধিকা তখন বন্ধুদের সঙ্গে হুল্লোড়ে ব্যস্ত। হঠাৎই একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ব্যস্ততার কারণে রাধিকা ফোনটি ধরেননি। কিন্তু কিছুক্ষণ পরেই ফোনে ভেসে ওঠে একটি টেক্সট মেসেজ: “রাধিকা, আমি শাহরুখ খান বলছি। প্লিজ আমাকে একবার ফোন করো।”

মেসেজটি দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি রাধিকা। তাঁর মনে হয়েছিল, কোনো বন্ধু হয়তো তাঁর সঙ্গে ইয়ার্কি করছে। সংশয় কাটাতে নিজের পিআর (PR) টিমকে দিয়ে নম্বরটি যাচাই করান অভিনেত্রী। যখন নিশ্চিত হন নম্বরটি সত্যিই কিং খানের, তখন বুক ধড়ফড়ানি নিয়ে ফোন করেন তিনি।

কেন ফোন করেছিলেন শাহরুখ? কোনো ছবির অফার নয়, বরং এক সহকর্মীর কাজের প্রশংসা করতেই ফোন করেছিলেন বাদশাহ। শাহরুখ জানান, তিনি সবেমাত্র রাধিকার ‘অন্ধাধুন’ ছবিটি দেখেছেন এবং রাধিকার অভিনয় তাঁর দারুণ লেগেছে। সুপারস্টারের এমন আন্তরিকতায় আপ্লুত রাধিকা বলেন, “শাহরুখের ওই একটা ফোন আমার পুরো দিনটাই বদলে দিয়েছিল।”

ভোর ৫টার সেই আড্ডা শুধু ফোনেই নয়, এরপর এক পার্টিতে ভোর ৫টার সময় রাধিকার সঙ্গে দেখা হয় শাহরুখের। রাধিকা নিজে গিয়ে কথা বলতে দ্বিধা বোধ করলেও, শাহরুখ নিজেই এগিয়ে আসেন। প্রায় আধঘণ্টা রাধিকার কাঁধে হাত দিয়ে গল্প করেন তিনি। রাধিকার কথায়, “তিনি এতটাই অমায়িক যে মনেই হয়নি কোনো মেগাস্টারের সঙ্গে কথা বলছি।”

শাহরুখ খানের এই মহানুভবতা প্রমাণ করে দেয় যে কেন তিনি কোটি কোটি মানুষের হৃদয়ে রাজ করেন। কাজের ক্ষেত্রে রাধিকাকে শেষবার দেখা গিয়েছে ওটিটি প্ল্যাটফর্মের ‘সালি মহব্বত’-এ, তবে শাহরুখের সঙ্গে এই স্মৃতি তাঁর জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হয়ে থাকবে।