নিজেকে ‘হনুমান’ আর মোদীকে কি ‘রাম’ বললেন জয়শঙ্কর? বিদেশমন্ত্রীর বিনম্র উত্তরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে।

ভারতের বিদেশনীতি এবং কূটনীতিতে তাঁর ক্ষুরধার বুদ্ধি ও স্পষ্টভাষী উত্তরের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু শনিবার পুণেতে আয়োজিত এক আলোচনাসভায় ব্যক্তিগত কৃতিত্বের প্রশ্ন উঠতেই অন্য মেজাজে ধরা দিলেন বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। নিজেকে নেপথ্যে সরিয়ে রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি তাঁর বিনম্র আনুগত্য দেখে মুগ্ধ হলেন উপস্থিত শ্রোতারা।
“আমি হনুমানের মতো সেবা করতে চাই” অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক প্রশ্ন করেন, “ভারতের জন্য কি একজন জয়শঙ্করই যথেষ্ট?” উত্তরে মৃদু হেসে জয়শঙ্কর বলেন:
“আপনার প্রশ্নটাই ভুল। দেশে একজন মোদী আছেন। কারণ শেষ পর্যন্ত হনুমানজি যেমন সেবা করেন, তেমনই আমিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সেবা করতে চাই। দেশ তার নেতা এবং তাঁর দৃষ্টিভঙ্গি দিয়ে পরিচিত হয়। আমরা কেবল তা কার্যকর করি।”
রাম-হনুমান উপমার ইঙ্গিত? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জয়শঙ্করের এই বক্তব্যে প্রকারান্তরে উঠে এসেছে রামায়ণের ‘রাম-হনুমান’ সম্পর্ক। তিনি নিজেকে হনুমানের সঙ্গে তুলনা করে বুঝিয়ে দিয়েছেন যে, সরকারের যাবতীয় সাফল্যের কারিগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উত্তর মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে, যা বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
সাফল্যের ক্রেডিট কেবল একজনেরই ‘ভারতের বিদেশনীতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ বিষয়ক ওই সভায় জয়শঙ্কর গত এক দশকে ভারতের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন:
কোভিডের সময়ে ভারতের বৈশ্বিক ‘ভ্যাকসিন মৈত্রী’।
জি-২০ (G20)-এর সফল সভাপতিত্ব এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের গুরুত্ব বৃদ্ধি।
কোয়াড (QUAD) জোটে ভারতের নির্ণায়ক ভূমিকা। কিন্তু এই সবকিছুর শেষেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, মোদীর আত্মবিশ্বাস ও দূরদর্শিতা ছাড়া এই পরিবর্তন সম্ভব ছিল না।
জয়শঙ্করের এই নম্রতা এবং নেতার প্রতি আনুগত্যকে ‘আদর্শ দলীয় অনুশাসন’ বলে বর্ণনা করছে বিজেপির একাংশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে, তাঁর এই কথা শুনে উপস্থিত সকলে হাততালি দিয়ে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন।