“টার্গেট ১০০ আসন, কংগ্রেসকে ছাড়ব মাত্র ৯টি!” নতুন দল ঘোষণার আগেই বাম-কংগ্রেসকে কড়া শর্ত হুমায়ুনের।

সোমবার নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তার ঠিক ৪৮ ঘণ্টা আগে রেজিনগরে দাঁড়িয়ে নিজের রাজনৈতিক রণকৌশল ও ‘জোট-ফর্মুলা’ স্পষ্ট করে দিলেন তিনি। এতদিন তাঁর মুখে ৯০টি আসনের কথা শোনা গেলেও, এদিন সরাসরি ১০০টি আসন দখলের ‘সেঞ্চুরি’ টার্গেট বেঁধে দিলেন হুমায়ুন।

মুর্শিদাবাদের জন্য ‘হুমায়ুন ফর্মুলা’ মুর্শিদাবাদ জেলার ২২টি বিধানসভা আসন নিয়ে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি বলেন:

জেলায় ৯টি আসনে লড়বে তাঁর নতুন দল।

কংগ্রেস যদি জোটে আসতে চায়, তবে তাদের জন্য ছাড়া হবে আরও ৯টি আসন।

সিপিএম-কে ৩টি এবং আইএসএফ (ISF)-কে ১টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছেন তিনি। হুমায়ুনের হুঙ্কার, “যদি বাম-কংগ্রেস রাজি না হয়, তবে তৃণমূলকে হারাতে এবং বিজেপিকে রুখতে আমরা একাই লড়ব।”

আবেগকে হাতিয়ার করে মুসলিমদের বার্তা এদিন সরাসরি মুসলিম সমাজের ধর্মীয় আবেগকে উসকে দিয়ে হুমায়ুন কবীর বলেন, “বাবরি মসজিদ নিয়ে মানুষের যে আবেগ, তাকে ধরে রাখতে হবে। ২০২৬-এ আমাদের দলকে দু’হাত তুলে দোয়া করতে হবে। আমি ১০০টা সিট চাইছি যাতে মানুষের সঙ্গে চলা শাসকদলের ছল-চাতুরি, তোলাবাজি এবং দুর্নীতি ও চাকরি বিক্রির জবাব দেওয়া যায়।”

প্রশাসনের অনুমতি ও সভার স্থান প্রথমে বহরমপুর শহরের টেক্সটাইল কলেজ মোড় বা স্টেডিয়ামে সভার অনুমতি না মেলায় জটিলতা তৈরি হয়েছিল। তবে হুমায়ুন জানিয়েছেন, শেষ পর্যন্ত প্রস্তাবিত বাবরি মসজিদের জমি থেকে ১ কিলোমিটার দূরে সভার অনুমতি মিলেছে। সোমবার সেই মঞ্চ থেকেই নিজের দলের নাম ও পতাকার আনুষ্ঠানিক ঘোষণা করবেন এই দাপুটে নেতা।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবীরের এই নতুন দলের আত্মপ্রকাশ মুর্শিদাবাদসহ গোটা রাজ্যের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।