“টার্গেট বাংলা ও তামিলনাড়ু!” নীতিন নবীনকে দক্ষিণ আর মোদীকে পূর্বের দায়িত্ব দিয়ে ‘মাস্টারপ্ল্যান’ বিজেপির।

সংসদের শীতকালীন অধিবেশনের পর্দা নামতেই ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজিয়ে দিল ভারতীয় জনতা পার্টি। এবার দলের প্রধান লক্ষ্য পূর্ব ভারত (পশ্চিমবঙ্গ ও অসম) এবং দক্ষিণ ভারত। এই ‘দ্বিমুখী’ রণকৌশল সফল করতে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সামলাচ্ছেন পূর্বের ফ্রন্টলাইন, অন্যদিকে দলের নবনিযুক্ত জাতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীনকে পাঠানো হয়েছে দক্ষিণ ভারতের দুর্ভেদ্য দুর্গ জয় করতে।

বঙ্গে মোদীর ‘ঝড়’ ও অনুপ্রবেশ ইস্যু শনিবার (২০ ডিসেম্বর) নদীয়ার তাহেরপুরে জনসভার মাধ্যমে পশ্চিমবঙ্গ সফরের সূচনা করেন প্রধানমন্ত্রী। যদিও ঘন কুয়াশার কারণে তাঁর কপ্টার নামতে সমস্যা হয়েছিল, তবুও অডিও বার্তার মাধ্যমে ও পরে ভার্চুয়ালি তিনি তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন। প্রধানমন্ত্রীর প্রধান হাতিয়ার ছিল ‘অনুপ্রবেশ’ ও ‘এসআইআর’ (SIR) বা ভোটার তালিকা পরিমার্জন ইস্যু। তিনি বলেন:

“অনুপ্রবেশকারীরা বাংলা কব্জা করতে চাইছে, আর তৃণমূল ভোটব্যাঙ্কের স্বার্থে তাদেরই তোষণ করছে।”

জানা গিয়েছে, আগামী দুই মাসে বাংলায় অন্তত ৭-৮টি জনসভা করবেন মোদী। এছাড়া ৩২০০ কোটি টাকার জাতীয় মহাসড়ক প্রকল্পের শিলান্যাস করে উন্নয়নের বার্তাও দিয়েছেন তিনি।

অসমে ১৫,৬০০ কোটির উপহার বঙ্গ সফর সেরেই প্রধানমন্ত্রী আজ পাড়ি দিয়েছেন অসমে। সেখানে গুয়াহাটির জনপ্রিয় গোপীনাথ বোরদোলোই বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনসহ প্রায় ১৫,৬০০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করবেন তিনি। অসম আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় আবেগকেও উসকে দিচ্ছেন প্রধানমন্ত্রী।

দক্ষিণে নীতিন নবীন ও শাহ-র মাস্টারপ্ল্যান বিজেপির নয়া জাতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীন বর্তমানে পুদুচেরি ও চেন্নাই সফরে রয়েছেন। জেপি নাড্ডার উত্তরসূরি হিসেবে নীতিন নবীনের এটিই প্রথম বড় সাংগঠনিক সফর। দক্ষিণ ভারতে সংগঠন মজবুত করাই তাঁর প্রধান লক্ষ্য। তাঁর এই সফরের রেশ কাটতে না কাটতেই আগামী ২৯-৩০ ডিসেম্বর পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু সফরে আসছেন অমিত শাহ। শাহ-র এই সফর মূলত নির্বাচনী ব্লু-প্রিন্ট তৈরি এবং বুথ স্তরের সংগঠন খতিয়ে দেখার জন্য।

বিজেপির এই ত্রিমুখী কৌশল— মোদীর মুখ ও উন্নয়ন, শাহ-র নির্বাচন পরিচালনা এবং নবীনের সাংগঠনিক সক্রিয়তা— ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিরোধী শিবিরের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে, এখন সেটাই দেখার।