“এটা কি বলিউড ছবির নাম?” নতুন সরকারি বিল নিয়ে মোদী সরকারকে চরম কটাক্ষ ওমর আবদুল্লাহর!

সংসদের উভয় কক্ষে ‘ভিবি-জি রাম জি’ (VB-G Ram Ji) বিল পাস হলেও তা নিয়ে রাজনৈতিক পারদ চড়ছেই। কংগ্রেসের আক্রমণের মাঝেই এবার সরব হলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বিলের নামকরণ থেকে শুরু করে এর কার্যকারিতা— সব কিছু নিয়েই কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় বিঁধলেন তিনি।
“জি মামি জি!” বিলের নাম নিয়ে ঠাট্টা ওমরের বিলের বিচিত্র নামকরণ নিয়ে প্রশ্ন তুলে ওমর আবদুল্লাহ বলেন, “প্রথমে এই নামটা কোথা থেকে এল? এটা শুনে মনে হচ্ছে কোনো বলিউড সিনেমার নাম, অনেকটা ‘জি মামি জি’-এর মতো।” রসিকতার সুর বজায় রেখেও তিনি অভিযোগ করেন, এই বিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার যাবতীয় আর্থিক বোঝা রাজ্যগুলোর ওপর চাপিয়ে দিয়েছে, যা জম্মু ও কাশ্মীরের মতো রাজ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
তুষারপাত ও প্রশাসনের প্রস্তুতি শীতকালীন পর্যটন এবং আবহাওয়ার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনি প্রশাসনের সঙ্গে পর্যালোচনা সভা করেছেন। তাঁর কথায়:
“আমরা দীর্ঘদিন ধরে তুষারপাতের অপেক্ষা করছি। এতে বায়ুদূষণ কমবে এবং পর্যটন মরসুম চাঙ্গা হবে। প্রশাসন সব প্রস্তুতি সেরে রেখেছে। তুষারপাত শুরু হলে কোনো সমস্যা হলে আমি মনে করি না আমাদের অভিযোগ করা উচিত, কারণ এটা আমাদের প্রকৃতির আশীর্বাদ।”
বিজেপির সঙ্গে সমীকরণ: কড়া জবাব ওমর আবদুল্লাহর বিরোধীরা প্রায়ই অভিযোগ করেন যে ওমর আবদুল্লাহ দিল্লিতে বিজেপির তালে নাচছেন। এর উত্তরে অত্যন্ত স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, “কাউকে খুশি করার জন্য মিথ্যা বলা ভুল। আমি তাঁদের মতো নই যারা মানুষকে বোকা বানানোর রাজনীতি করে। প্রধানমন্ত্রী আমাদের প্রতি দয়ালু, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই।”
তবে একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেন্দ্রীয় সরকার যেখানে ভালো কাজ করবে আমি কৃতজ্ঞতা জানাব, কিন্তু যেখানে ত্রুটি থাকবে তা তুলে ধরতেও পিছপা হব না। বিশেষ করে রাজ্যের পূর্ণ মর্যাদা (Statehood) ফিরিয়ে দেওয়ার প্রশ্নে কেন্দ্রের ভূমিকা নিয়ে আমাদের অভিযোগ ছিল এবং থাকবে।”
ওমর আবদুল্লাহর এই মন্তব্য স্পষ্ট করে দিচ্ছে যে, তিনি দিল্লির সঙ্গে সহযোগিতার পথে হাঁটলেও জম্মু-কাশ্মীরের স্বার্থ ও রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের প্রশ্নে বিন্দুমাত্র আপস করতে রাজি নন।