মুর্শিদাবাদ মেডিক্যালে তুলকালাম! ভাঙল বাম পা, অপারেশন হলো ডান পায়ে, চিকিৎসকের কীর্তিতে তাজ্জব রাজ্য

বাম পা ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোগী। এক্স-রে রিপোর্টেও স্পষ্ট ছিল চোটের জায়গা। কিন্তু অপারেশন থিয়েটার থেকে রোগী বেরোতেই চক্ষু চড়কগাছ পরিজনদের! দেখা গেল, যে পা সুস্থ ছিল, সেই ডান পায়েই অস্ত্রোপচার করে ফেলেছেন চিকিৎসক। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এই নজিরবিহীন গাফিলতি ঘিরে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়াল হাসপাতাল চত্বরে।
ঘটনার বিবরণ: মুর্শিদাবাদের সুতি থানার ছাপ খাটি এলাকার বাসিন্দা রেনু বিবি (৫০) গত বুধবার ছাদ থেকে পড়ে গিয়ে বাম পায়ে গুরুতর চোট পান। পরিবারের সদস্যরা তাঁকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তাঁর বাম পায়ে অস্ত্রোপচার প্রয়োজন। সেই মতো বৃহস্পতিবার রাতে তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।
সুস্থ পায়েই চলল কাঁচি: অভিযোগ, অপারেশনের পর রেনু বিবিকে যখন ওয়ার্ডে আনা হয়, তখন দেখা যায় তাঁর সুস্থ ডান পাটি প্লাস্টার করা এবং ব্যান্ডেজ করা রয়েছে। অথচ যে পা ভেঙেছিল, সেই বাম পাটি বিনা চিকিৎসায় পড়ে আছে। পরিবারের সদস্যদের দাবি, এক্স-রে রিপোর্টে স্পষ্টভাবে বাম পায়ের সমস্যার কথা উল্লেখ থাকলেও চিকিৎসক তা দেখার প্রয়োজন মনে করেননি।
হাসপাতালে বিক্ষোভ: এই ঘটনা জানাজানি হতেই বৃহস্পতিবার রাতে হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন রোগীর পরিজনেরা। তাঁদের অভিযোগ, “এক পা ভাঙল, আর অন্য পায়ে অপারেশন হলো— এমনটা কীভাবে সম্ভব? আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ চাই।” এমনকি অভিযুক্ত চিকিৎসকের নাম জানতে চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা জানাতে অস্বীকার করে বলে অভিযোগ।
কর্তৃপক্ষের মৌনতা: ঘটনাটি নিয়ে শুক্রবার হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে রেনু বিবির পরিবার। তবে এত বড় বিপর্যয়ের পরেও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। অভিযুক্ত চিকিৎসকও পরিবারের সঙ্গে দেখা করতে রাজি হননি।
সরকারি হাসপাতালের এই চরম অব্যবস্থা ও চিকিৎসকের অমনোযোগিতা আবারও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। বর্তমানে ভুল অপারেশনের যন্ত্রণায় কাতরাচ্ছেন বছর পঞ্চাশের ওই প্রৌঢ়া।