পুণ্য অর্জনের আগেই অকাল মৃত্যু! উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের গাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা, শোকস্তব্ধ বরেলি।

দেবভূমি উত্তরাখণ্ডে পুণ্যার্থীদের জন্য অপেক্ষা করছিল এক ভয়ানক ট্র্যাজেডি। বৃহস্পতিবার সকালে নৈনিতাল জেলার ভোয়ালির কাছে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন জন পুণ্যার্থী। নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থী বোঝাই একটি স্করপিও গাড়ি খাদে পড়ে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, গাড়িটিতে শিশুসহ মোট ৯ জন যাত্রী ছিলেন।
আশ্রমে যাওয়ার পথেই বিপর্যয়: জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বরেলি জেলার ইজ্জত নগর এলাকা থেকে এক দল পুণ্যার্থী বিখ্যাত ‘বাবা নীম করোলি ধাম’ বা কাইঞ্চি ধাম দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ভোয়ালি পেট্রোল পাম্প থেকে আলমোড়ার দিকে কিছুটা এগোতেই নিয়ন্ত্রণ হারান চালক। মুহূর্তের মধ্যে গাড়িটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
উদ্ধারকাজ ও হতাহতের তালিকা: খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নৈনিতাল জেলা পুলিশ, এসডিআরএফ (SDRF) এবং দমকল বাহিনী। মৃতদের পরিচয় শনাক্ত করেছে পুলিশ:
গঙ্গা দেবী (৫৫) – বরেলি, উত্তরপ্রদেশ।
ব্রিজেশ কুমারী (২৬) – বরেলি, উত্তরপ্রদেশ।
ন্যান্সি গঙ্গওয়ার (২৪) – পিলিভিট, উত্তরপ্রদেশ।
গাড়িতে থাকা বাকি ৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের প্রথমে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য হায়ার মেডিক্যাল সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।
তদন্তে প্রশাসন: পাহাড়ি পথে বাঁক নেওয়ার সময় যান্ত্রিক গোলযোগ না কি চালকের অসাবধানতা— কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, গত সপ্তাহেই অন্ধ্রপ্রদেশে পুণ্যার্থী বোঝাই বাস দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছিল। বারবার তীর্থযাত্রীদের গাড়ি কেন দুর্ঘটনার কবলে পড়ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল।
বাবা নীম করোলির দর্শনে গিয়ে এমন মর্মান্তিক পরিণতিতে নেমে এসেছে শোকের ছায়া। বরেলিতে মৃতদের পরিবার এখন স্বজন হারানোর কান্নায় ভেঙে পড়েছে।