ভোটার তালিকায় আপনার নাম আছে তো? মোবাইল থেকেই দেখে নিন নতুন লিস্ট, রইল সহজ পদ্ধতি!

সামনেই নির্বাচন, আর তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো ভোটার তালিকায় নিজের ও পরিবারের সদস্যদের নাম যাচাই করে নেওয়া। আপনার নাম কি খসড়া তালিকায় (Draft Electoral Roll) আছে? নাকি কোনো কারণে বাদ পড়েছে? এই নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা দূর করতে এবার বড় পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন।
এখন আর ভোটার লিস্ট দেখতে আপনাকে বিএলও (BLO) বা পঞ্চায়েত-পুরসভার দরজায় ঘুরতে হবে না। আপনার হাতের স্মার্টফোনটি ব্যবহার করেই ডাউনলোড করে নিতে পারেন গোটা এলাকার ভোটার তালিকা।
কীভাবে দেখবেন খসড়া ভোটার তালিকা? (স্টেপ-বাই-স্টেপ গাইড)
ভোটারদের সুবিধার্থে কমিশন একটি নির্দিষ্ট পোর্টাল চালু করেছে। নিচের পদ্ধতি অনুসরণ করে সহজেই দেখে নিন আপনার নাম:
ধাপ ১: প্রথমেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://voters.eci.gov.in/download-eroll -এ যান।
ধাপ ২: সেখানে গিয়ে আপনার রাজ্যের নাম (West Bengal) সিলেক্ট করুন।
ধাপ ৩: এরপর আপনার জেলা এবং সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের নাম নির্বাচন করুন।
ধাপ ৪: এবার আপনার বুথ বা পার্ট নম্বর (Part Number) এবং পার্ট নাম খুঁজে নিয়ে সেখানে ক্লিক করুন।
ধাপ ৫: স্ক্রিনে থাকা ক্যাপচা (Captcha) কোডটি নির্ভুলভাবে টাইপ করুন।
ধাপ ৬: সব শেষে ‘Download’ বাটনে ক্লিক করলেই আপনার এলাকার সম্পূর্ণ খসড়া ভোটার তালিকাটি পিডিএফ (PDF) ফরম্যাটে ফোনে চলে আসবে।
কেন এই তালিকা দেখা জরুরি? নির্বাচন কমিশন জানাচ্ছে, এটি একটি খসড়া তালিকা। যদি কারও নাম ভুল থাকে বা বাদ গিয়ে থাকে, তবে এই তালিকার ভিত্তিতেই সংশোধন বা নতুন করে নাম তোলার আবেদন জানানো যাবে। তাই দেরি না করে নিজের এবং নিজের পরিজনদের নাম আজই যাচাই করে নিন।
নিজে জানুন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করে অন্যদেরও সাহায্য করুন।