‘আমি তো মানুষ, আমার পেটে যা সয় তাই খাই’, ধর্ম টেনে আক্রমণের জবাবে মুখ খুললেন স্বরলিপি, বিতর্ক উস্কে দিলেন একা মা।

বিতর্ক ছোটপর্দার অভিনেত্রী স্বরলিপি চট্টোপাধ্যায়ের জীবনের নিত্যসঙ্গী। দীর্ঘদিনের দাম্পত্য ভাঙা থেকে শুরু করে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ—সাম্প্রতিক সময়ে তিনি বারবার চর্চায় এসেছেন। বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও, মেয়ে এবং নিজের ক্যাফে নিয়ে ব্যস্ত স্বরলিপি।
ডিসেম্বর শুরু হতেই শহর থেকে দূরে একটু অবসর কাটাতে তিনি গোয়া পাড়ি দিয়েছেন। গোয়ার জমকালো জীবনযাত্রা তিনি উপভোগ করছেন চুটিয়ে। কখনও করসেট বিকিনি টপ তো কখনও বিচ-পোশাকে লাস্যময়ী একাই মাতাচ্ছেন সোশ্যাল মিডিয়া।
গরুর মাংসের ছবি পোস্ট করতেই বিপত্তি
গোয়া বিখ্যাত তার সামুদ্রিক খাবারের জন্য। গোয়ান প্রন কারি, শেল কারির পাশাপাশি অভিনেত্রী বিফ স্টেকও চেটেপুটে খাচ্ছেন। সেই ছবি ফলাও করে সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন তিনি।
আর গরুর মাংসের স্টেক খাওয়ার ছবি পোস্ট করাতেই বড় ধরনের বিতর্কের মুখে পড়েন স্বরলিপি। তিনি নিজে হিন্দু ব্রাহ্মণ কন্যা হওয়া সত্ত্বেও কেন গরুর মাংস খাবেন, এই প্রশ্ন তুলে সনাতনীদের চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। তাঁর ধর্ম টেনে শুরু হয় কুরুচিকর আক্রমণ। এমনকি কিছু ট্রোলার তাঁকে উদ্দেশ্য করে মৃত্যু কামনা করতেও পিছপা হয়নি।
ট্রোলারদের কুরুচিকর মন্তব্য
কিন্তু দমে যাওয়ার পাত্রী নন স্বরলিপি। তিনি সেই ট্রোলারদের আপত্তিকর কমেন্টের স্ক্রিনশট নিজের ফেসবুকের দেওয়ালে পোস্ট করে তীব্র প্রতিবাদ জানান।
ট্রোলারদের কিছু মন্তব্য ছিল এমন:
একজন স্বরলিপির ব্যক্তিগত জীবন টেনে লেখেন, “গরুর মাংস খেয়ে ছবি দিচ্ছিস, তোর কপালে আরও কষ্ট আছে। মরতে পারিস না, আপদ যত। সামনে পেলে জুতোর বারি মেরে কুল সাজা বার করতাম”।
আরেকজন লেখেন, “গরুর মাংস খাওয়া আর তার প্রচার করাটা কোনও গর্বের জিনিস নয়। এটা হিন্দুধর্মের অপমান, হিন্দুদের অসম্মান। আমি হিন্দু নারী হিসাবে আমি এর তীব্র প্রতিবাদ করছি।”
স্বরলিপির জবাব
এই আক্রমণের জবাবে স্বরলিপি তাঁর অবস্থানে অনড় থাকেন। তিনি স্পষ্ট করে বলেন:
“আমি তো মানুষ। আমার পেটে যা সয় তাই খাই। খাবারের আবার জাত কী।”
তবে এত ঘৃণা ও আক্রমণ দেখে তিনি কিছুটা মর্মাহতও। স্বরলিপির কথায়, “খারাপ সময়ের গন্ধ পাচ্ছি কেন জানি। খুব খারাপ”।
উল্লেখ্য, সম্প্রতি গীতাপাঠের দিনে ময়দানে দুই প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় সোশ্যাল মিডিয়া উত্তাল। এর মাঝেই গরুর মাংসের স্টেক খাওয়ার ছবি দিয়ে স্বরলিপি নতুন করে বিতর্কের জন্ম দিলেন।