অতীত নয়, বর্তমানই মোটিভেশন, ‘প্রতিদিন নিজেকে নতুনভাবে দেখার চেষ্টা করি,’, অভিনয় নিয়ে আবেগঘন শুভশ্রী।

একটা সময় শুধুমাত্র কমার্শিয়াল ছবির অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু ‘পরিণীতা’ ছবির মাধ্যমে যে সফলতার যাত্রা তিনি শুরু করেছিলেন, তা এখনও অব্যাহত। বর্তমানে তিনি যেভাবে নিত্যনতুন চরিত্রে নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরছেন, তাতে দর্শকরা প্রতিদিন তাঁকে নতুনভাবে চিনছেন।

বিগত কয়েক বছরে তিনি ‘গৃহপ্রবেশ’-এ সাধারণ গৃহবধূ, ‘অনুসন্ধান’ সিরিজে সাহসী সাংবাদিক কিংবা ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে অচেনা রূপে ধরা দিয়েছেন।

সৃজিতের ছবির প্রচারে মন্তব্যে চাঞ্চল্য
অভিনেত্রী এখন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত। এই সিনেমার প্রচারেই সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে জানান, নিজেকে প্রমাণ করার ‘শেষ সুযোগ এটি’। তাঁর এই মন্তব্যে হঠাৎ জল্পনা শুরু হয়—তাহলে কি সিনেমা থেকে বিরতি নেবেন শুভশ্রী?

না, ব্যাপারটা একেবারেই তা নয়। আসলে শুভশ্রী বলতে চেয়েছেন যে, তিনি প্রতিদিন নিজেকে নতুন নতুন ভাবে চিনতে শেখেন। অতীতকে ধরে রাখতে চান না তিনি। ব্যক্তিগত জীবনে হোক বা পুরনো কোনও সফলতা, পুরনো কিছুর দিকেই আর ফিরে তাকাতে চান না শুভশ্রী।

প্রতিদিন নতুন করে শুরু
নিজের কাজের অনুপ্রেরণা নিয়ে কথা বলতে গিয়ে শুভশ্রী স্পষ্ট করে দেন যে এটি তাঁর কাজের দর্শন।

শুভশ্রী বলেন, “আমি ঠিক যে সময়ে কাজে ঢুকি সেই সময় থেকেই আমার মনে হয় যে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। এটাই শেষ সুযোগ আমার নিজেকে প্রমাণ করার। প্রতিবার যখন নতুন নতুন চরিত্রে আমি অভিনয় করি ঠিক ততবার আমার এই একটা কথাই মনে হয়। তাই প্রত্যেকদিন নিজেকে নতুনভাবে দেখার চেষ্টা করি আমি।”

শুভশ্রীর এই ধারণা হয়তো তাঁকে শিল্পী হিসেবে এতটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে।

আগামীতে আরও নতুন রূপে
বর্তমানে সৃজিত মুখোপাধ্যায়ের ছবির প্রচারের আগেই শুভশ্রী শেষ করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘ওয়েটিং রুম’ সিনেমার কাজ।

তবে আপাতত এই বছরের শেষে শুভশ্রীকে ‘বিনোদিনী’ চরিত্রে কেমন লাগে, কেমন ভাবে তিনি নিজেকে বিনোদিনী রূপে ফুটিয়ে তুলবেন, সেটাই এখন সকলের আগ্রহের কেন্দ্রে। আগামী বছরও নতুন করে শুভশ্রীকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে।