দিতিপ্রিয়া নন, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জিতু কমলের নায়িকা কে? চূড়ান্ত হল অপর্ণার নাম!

জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) সরে যাওয়ার পর থেকেই জল্পনা চলছিল যে অপর্ণার চরিত্রে কাকে দেখা যাবে। সৌমিতৃষা কুণ্ডু, সম্পূর্ণা মণ্ডল কিংবা সৃজা দত্তের নাম শোনা গেলেও, অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো সিদ্ধান্ত। এইবার ধারাবাহিকের নায়িকার ভূমিকায় দেখা যাবে একেবারেই নতুন মুখ, অভিনেত্রী শিরীন পাল (Shirin Paul)-কে।
কে এই শিরীন পাল?
ছোটপর্দায় এই প্রথম অভিনয় হলেও, শিরীনকে নবাগতা বলা চলে না। দীর্ঘদিন ধরেই তিনি থিয়েটারের সঙ্গে যুক্ত। ঝাড়গ্রামের মেয়ে শিরীন সেখানকার ‘কথাকৃতি’ নামে একটি দলের সদস্য। পড়াশোনা ও কাজের সূত্রে গত পাঁচ বছর ধরে তিনি কলকাতাতেই থাকছেন এবং বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এর আগে জি ফাইভে ‘বুলেটের ফাঁদ’ মাইক্রো-ড্রামাতেও অভিনয় করেছেন তিনি। ছোটপর্দায় প্রথম কাজ, তাও প্রধান চরিত্রে, তাই গোটা বিষয়টি নিয়ে ভীষণ উত্তেজিত এই অভিনেত্রী।
জিতু কমলের সঙ্গে লুকসেট:
ইতিমধ্যেই ধারাবাহিকের নায়ক জিতু কমলের (Jeetu Kamal) সঙ্গে শিরীনের লুক সেট হয়ে গিয়েছে। প্রযোজনা সংস্থা এবং চ্যানেলের তরফ থেকে শিরীনের প্রথম লুকের ছবিও প্রকাশ্যে আনা হয়েছে। অপর্ণার চরিত্রের সঙ্গে মানানসইভাবে হালকা সাজ ও লম্বা খোলা চুলে জিতুর পাশে দাঁড়িয়েছেন শিরীন।
তবে এটি অস্বীকার করার উপায় নেই যে, এই ধারাবাহিককে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব এখন শিরীনের কাঁধেই। জিতু ইতিমধ্যেই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। এখন জিতু এবং শিরীনের রসায়ন পর্দায় কতটা জমে ওঠে এবং দর্শক টানতে পারে, সেদিকেই সকলের নজর থাকবে।
বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে, অপর্ণা হারিয়ে গিয়েছে। নতুন অপর্ণা আসার পর ধারাবাহিকের গল্প কোন নতুন মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।