মর্মান্তিক দুর্ঘটনা ১৯ নং জাতীয় সড়কে! নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস গাড়িতে ধাক্কা ডাক বিভাগের কন্টেনারের, মৃত্যু ২ কর্মীর

১৯ নং জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় ডাক বিভাগের ২ কর্মী। পূর্ব বর্ধমানের গলসী থানার গলিগ্রাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ডাক পরিবহনকারী কন্টেনারটি সামনে থাকা একটি গ্যাস বহনকারী গাড়িতে সজোরে ধাক্কা মারে, যার ফলে কন্টেনারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই কর্মীর মৃত্যু হয়।

নিহতরা হুগলী ও নদিয়ার বাসিন্দা
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দুজনের নাম সঞ্জয় বিশ্বাস (৫০) এবং গৌতম পাল (৫৩)।

সঞ্জয় বিশ্বাস ছিলেন কন্টেনারটির চালক এবং তাঁর বাড়ি নদিয়ার তেহট্টে।

গৌতম পাল ছিলেন মেল গার্ড এবং তাঁর বাড়ি হুগলীর রিষড়া নতুনপল্লী এলাকায়।

গৌতম পালের প্রতিবেশী বিধান দাস জানান, গৌতম পাল কলকাতার হেড পোস্ট অফিসে কর্মরত ছিলেন এবং চিঠি ও অন্যান্য ডাকসামগ্রী নিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিলেন।

কলকাতা থেকে আসানসোল যাওয়ার পথে দুর্ঘটনা
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ডাক বিভাগের কন্টেনারটি ডাক নিয়ে কলকাতা হেড অফিস থেকে বর্ধমান হয়ে আসানসোল যাচ্ছিল। গলসীর গলিগ্রামের কাছে ১৯ নং জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় কন্টেনারটির চালক নিয়ন্ত্রণ হারান এবং সামনে থাকা একটি গ্যাসবাহী গাড়িতে ধাক্কা মারেন।

ঘটনাস্থলেই ডাককর্মী গৌতম পাল ও চালক সঞ্জয় বিশ্বাসের মৃত্যু হয়। খবর পেয়ে গলসী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় নিহত দুই কর্মীর পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।