বাংলাদেশ থেকে ১২০০ টন পদ্মার ইলিশ আসছে, জেনেনিন মিনিমাম দাম কত?

দুর্গাপুজোর মুখে ভারতের জন্য সুখবর। প্রতিবেশী দেশ বাংলাদেশ ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। তবে এবারের কোটা গতবারের তুলনায় অনেকটাই কম, যা মন খারাপ করতে পারে ভোজনরসিক বাঙালির। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, এবার ভারতে সর্বোচ্চ ১,২০০ টন ইলিশ পাঠানো যাবে। গত বছর এই পরিমাণ ছিল ২,৪২০ টন, অর্থাৎ এবার আগেরবারের অর্ধেকেরও কম ইলিশ আসছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুসারে, এবার ইলিশের ন্যূনতম রফতানি মূল্য প্রতি কেজি ১২.৫০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,৫২০ টাকা। রফতানিকারকদের নতুন করে আবেদন করতে হবে এবং ১১ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
বাংলাদেশ সরকার এই কোটা নিয়ে বেশ কঠোর। কোনওভাবেই এই পরিমাণের বেশি ইলিশ রফতানি করা যাবে না। রফতানিকারীরা যাতে পারমিট ট্রান্সফার বা অন্য কোনও অনিয়মের মাধ্যমে অতিরিক্ত মাছ পাঠাতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারি রাখা হয়েছে। প্রয়োজন হলে সাময়িকভাবে রফতানি বন্ধও করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ইলিশ আসছে! উৎসবের মরসুমে ভারত-বাংলাদেশের মৈত্রীর নিদর্শন হিসেবে ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।’ তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছিল, সেই আবহে ইলিশ রফতানি নিয়ে বাংলাদেশের এই সিদ্ধান্ত বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।