পূজার আগেই কলকাতা আসছেন মোদি! সঙ্গে থাকছেন ডোভাল ও রাজনাথ, রাজনৈতিক না সামরিক সফর?

দুর্গাপূজার ঠিক আগেই এক গুরুত্বপূর্ণ সামরিক কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি নেই, বরং তিনি যোগ দেবেন সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ বৈঠকে। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দেশের এই তিন শীর্ষ নেতার আগমন ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল।
কী কারণে এই গুরুত্বপূর্ণ বৈঠক?
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সূত্রে খবর, আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতার ফোর্ট উইলিয়ামে যৌথবাহিনীর কমান্ডারদের একটি বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হবে। মূলত দেশের উত্তর-পূর্ব সীমান্ত সুরক্ষাই এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয়।
বর্তমান পরিস্থিতিতে দেশের পূর্ব ও উত্তর-পূর্ব সীমান্ত বেশ উত্তাল। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা এবং সীমান্ত এলাকায় অশান্তির খবর প্রায়ই শোনা যায়। অন্যদিকে, নেপালেও চলছে সরকার বিরোধী বিক্ষোভ। এমন অবস্থায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষভাবে সজাগ।
কারা উপস্থিত থাকবেন?
এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছাড়াও উপস্থিত থাকবেন সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। এই শীর্ষ নেতৃত্বের উপস্থিতি থেকেই বোঝা যায়, বৈঠকটি কতটা গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রীর এই সফর প্রসঙ্গে রাজ্যের প্রশাসনকে ইতিমধ্যেই দিল্লি থেকে জানানো হয়েছে। যেহেতু এটি একটি সামরিক কর্মসূচি, তাই কলকাতায় এখন থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই ঘন ঘন সফর বিশেষ তাৎপর্য বহন করছে।