বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু সরকারি ক্যাম্পে কেন ঘটল এমন হৃদয় বিদারক ঘটনা

উত্তর ২৪ পরগনার বাগদায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির ক্যাম্পে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে এসে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মৃত ব্যক্তির নাম হযরত আলি মণ্ডল, তাঁর বয়স ৭৫ বছর। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সোমবার দুপুরে বাগদা ব্লকের আষাড়ু গ্রাম পঞ্চায়েতের আমডোব উচ্চ বিদ্যালয়ে ওই ক্যাম্প বসেছিল। সেখানে হযরত আলি মণ্ডল বার্ধক্য ভাতার আবেদন করতে এসেছিলেন। হঠাৎই তিনি স্কুল প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রশাসনের প্রতিক্রিয়া
মৃতের ভাইপো জানান, তাঁর জেঠু অসুস্থ ছিলেন এবং বার্ধক্য ভাতার জন্য ক্যাম্পে গিয়েছিলেন, সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। এই অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে বাগদার বিডিও প্রসূন পরামানিক বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। স্বাস্থ্যকর্মীরা চেষ্টা করেছিলেন, কিন্তু প্রাণ রক্ষা করা যায়নি। আমরা পরিবারের পাশে আছি।” বিডিও আরও জানান যে, ওই ব্যক্তি সত্যি বার্ধক্য ভাতার জন্য এসেছিলেন কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।