গোপাল পাঁঠার চরিত্র বিকৃতি, ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর বিরুদ্ধে মামলা খারিজ

চলচ্চিত্র ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ স্বাধীনতা সংগ্রামী গোপাল পাঁঠা ওরফে গোপাল চন্দ্র মুখার্জির চরিত্র বিকৃত করার অভিযোগে দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিনহা এই রায় দেন।
গোপাল পাঁঠার নাতি শান্তনু মুখার্জি এই মামলাটি দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, পরিচালক বিবেক অগ্নিহোত্রী ছবিতে তার দাদুর চরিত্রকে ভুলভাবে উপস্থাপন করেছেন এবং সেন্সর বোর্ড (CBFC) সেই বিকৃত চরিত্রের জন্য ছাড়পত্র দিয়েছে। শান্তনু মুখার্জি এই বিষয়ে তথ্য জানার জন্য আরটিআই (RTI) করেছিলেন, কিন্তু উত্তর না পেয়ে তিনি আদালতের দ্বারস্থ হন।
আদালতের বক্তব্য:
মামলা খারিজ করার কারণ হিসেবে বিচারপতি জানান যে, মামলাকারীর আরটিআই-এর উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে না পেলে তিনি আইন অনুযায়ী আপিলের আবেদন করতে পারতেন, যা তিনি করেননি। বিচারপতি স্পষ্ট করে বলেন, এই কারণে মামলাটি গ্রহণযোগ্য নয়। যদিও মামলাকারী চাইলে যথাযথ ফোরামে নতুন করে আবেদন করতে পারেন।
প্রযোজক ও সিবিএফসি-র বক্তব্য:
আদালতের শুনানিতে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর প্রযোজক ও পরিচালকের আইনজীবী বলেন যে, ছবিটি ইতিমধ্যেই দেশজুড়ে মুক্তি পেয়েছে, তাই এই মামলার প্রাসঙ্গিকতা নেই। অন্যদিকে, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের আইনজীবী জানান, আরটিআই-এর উত্তর না পেলে আপিল করার নিয়ম রয়েছে, কিন্তু মামলাকারী তা করেননি।
শান্তনু মুখার্জির আইনজীবী জানান, তিনি বিভিন্ন ফোরামে যোগাযোগ করেও ব্যর্থ হন। তিনি প্রশ্ন তোলেন, “সেন্সর বোর্ড কিসের ভিত্তিতে এই বিকৃত চরিত্রের ছাড়পত্র দিল?”
আদালত সব পক্ষের বক্তব্য শোনার পর মামলাটি খারিজ করে দেয়। এই রায়ের ফলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি আপাতত আইনি বাধা থেকে মুক্তি পেল।