রাস্তায় দাঁড়িয়ে থাকা টহলরত গাড়িকে ধাক্কা, পুলিশকর্মীকে পিষল ম্যাটাডোর

এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একজন কর্তব্যরত পুলিশ কনস্টেবল। শুক্রবার বিকেলে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ম্যাটাডোর ধাক্কা মারলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত পুলিশকর্মীর নাম রামপদ মণ্ডল (৫৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, বাগনানের বরুন্দা এলাকায় পুলিশের একটি টহলরত গাড়ি জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। কনস্টেবল রামপদ মণ্ডল তখন গাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন। বিকেল সাড়ে তিনটে নাগাদ কলকাতার দিক থেকে আসা একটি দ্রুতগতির ম্যাটাডোর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় রামপদ মণ্ডল গাড়ির সামনেই পিষ্ট হন এবং ম্যাটাডোরটি আরও কিছুটা এগিয়ে একটি গাছে গিয়ে ধাক্কা মেরে থেমে যায়।
গুরুতর জখম অবস্থায় রামপদ মণ্ডলকে উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গাড়ির ভেতরে থাকা একজন সাব-ইন্সপেক্টর (নিত্যানন্দ মালিক) এবং একজন কনস্টেবল (শ্যামসুন্দর বাগ) সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন, ঘাতক ম্যাটাডোরটিকে আটক করা হলেও চালক পলাতক। পুলিশ চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। নিহত কনস্টেবল রামপদ মণ্ডলের বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।