ট্রাম্পের পর এবার কিম! বৈঠক শেষে কেন মুছে ফেলা হলো তার উপস্থিতির সব চিহ্ন? জানলে চমকে যাবেন

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশ সফরের অদ্ভুত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার উত্তর কোরিয়ার কিম জং উনের ক্ষেত্রেও প্রায় একই ধরনের ঘটনা দেখা গেছে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, চীনে একটি বৈঠক শেষে কিমের ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা সেই স্থান থেকে তার উপস্থিতির সব চিহ্ন মুছে ফেলেছেন।

পুতিনের মতো কিমের পদক্ষেপ: কিছুদিন আগে জানা গিয়েছিল, পুতিনের ব্যক্তিগত দেহবর্জ্য (মল-মূত্র) পর্যন্ত বিশেষ ব্যাগে ভরে রাশিয়ায় ফেরত পাঠানো হয়, যাতে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা তার শারীরিক অবস্থার নমুনা হাতে না পায়। এবার কিম জং উনের ক্ষেত্রেও প্রায় একই রকম সতর্কতা দেখা গেল।

কিমের কর্মীদের তৎপরতা: সূত্রের খবর, কিমের সহযোগীরা বৈঠকের পর তার ব্যবহৃত চেয়ার, গ্লাসসহ সবকিছু অতি যত্নের সঙ্গে মুছে ফেলেছেন, যাতে কোনো ছাপ না থাকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে, যদিও আজকাল ডট ইন এর সত্যতা যাচাই করেনি। বিশেষজ্ঞদের মতে, কিমের ব্যক্তিগত তথ্য যাতে কোনোভাবেই বিদেশিদের হাতে না চলে যায়, সেই ভাবনা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই ঘটনাটি কিম জং উনের চীন সফরের সময় ঘটেছে। তিনি একটি ব্যক্তিগত বুলেটপ্রুফ ট্রেনে করে চীনে প্রবেশ করেন। এই সফরটি ছিল অত্যন্ত বিরল এবং তাৎপর্যপূর্ণ। ২০১৯ সালের জানুয়ারির পর এই প্রথমবার কিম চীনে সফর করলেন। এর আগে, ২০২৩ সালে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন।