দেওয়ালেই ব্ল্যাকবোর্ড, রাস্তাই ক্লাসঘর, ছাত্ররাই হয়েছে শিক্ষক! তাহলে পড়াশোনা শিখছে কারা? জেনেনিন বিস্তারে

শিক্ষক দিবসের ঠিক আগেই এক ভিন্ন ধরনের খবর উঠে এল আসানসোল থেকে। সাধারণত মা-বাবা সন্তানদের শিক্ষা দেন। কিন্তু এখানে তার উল্টো চিত্র। আসানসোলের এক শিক্ষক এমন একটি অভিনব উদ্যোগ নিয়েছেন, যেখানে শিক্ষার্থীরাই তাদের মা-বাবা এবং দাদু-দিদাকে পড়া শেখাচ্ছে।

আসানসোল মহকুমার অন্তর্গত নামু জামডোবা একটি আদিবাসী অধ্যুষিত এলাকা। এখানকার অধিকাংশ মানুষই দিনমজুর। এই এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য জামুরিয়া নামুপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ নারায়ণ নায়েক একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন। স্কুলের শিক্ষকতার পাশাপাশি তিনি গ্রামের রাস্তাগুলোকে শ্রেণিকক্ষ এবং বাড়ির দেওয়ালগুলোকে ব্ল্যাকবোর্ডে পরিণত করেছেন।

তিনি বলেন, “আমরা গ্রামের দেওয়ালগুলিকে ব্ল্যাকবোর্ডে পরিণত করেছি এবং রাস্তাগুলিকে শ্রেণিকক্ষে পরিবর্তন করেছি। এক-একটি গ্রামকে এক-একটি স্কুলের মতো করে তৈরি করা হয়েছে। এখানে শিক্ষকের ভূমিকা পালন করছে ছাত্ররাই।”

দীপ নারায়ণ নায়েক প্রতিদিন বিকেলে শিক্ষার্থীদের পড়ানো শুরু করেন। এরপর সেই ছাত্রছাত্রীরাই তাদের মা-বাবা এবং দাদু-দিদাকে পড়ায়। এই তিন স্তরের শিক্ষাদানের পদ্ধতিটি দারুণ সফল হয়েছে। নিরক্ষর বাবা-মায়েরা আনন্দের সঙ্গে তাদের সন্তানদের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন। এই ব্যতিক্রমী উদ্যোগটি স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং তারা এই মানবিক শিক্ষককে কুর্নিশ জানিয়েছেন।