পূর্ব মেদিনীপুরের ভাইরাল ভিডিও, পার্থসারথি মাইতির ‘নাটক’ ঘিরে তোলপাড় রাজনীতি

তমলুক: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একের পর এক তৃণমূল নেতার নাম প্রকাশ্যে আসার পর এবার নতুন বিতর্কের জন্ম দিলেন তমলুক পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে প্রকাশ্যেই কান ধরে ওঠবোস করতে দেখা গেছে। ভিডিওতে তিনি কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা নিয়েও মুখ না খোলার অভিযোগ তুলেছেন এবং এর জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। এই ঘটনা রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

পার্থসারথির ‘বিবেক’ এবং শুভেন্দুকে নিশানায়
ভাইরাল ভিডিওতে পার্থসারথি মাইতি বলেন, “আমাদের যে নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না, তাদের জন্য আমি ওঠবোস করে ক্ষমা চাইছি। তাঁদের জন্যই শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছেন।”

এই মন্তব্যের মাধ্যমে পার্থসারথি যেমন দলের কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন, তেমনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছেন। শুভেন্দু সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বলেছিলেন, তাঁর কোনো আত্মীয়ের নাম অযোগ্যদের তালিকায় নেই। এর জবাবে পার্থসারথি আগে বলেছিলেন, “যে শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি চুরি করেছে, সেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বড় বড় কথা বলছেন।”

বিজেপি ও তৃণমূলের প্রতিক্রিয়া
পার্থসারথি মাইতির এই অভিনব প্রতিবাদের ভিডিও দেখে বিজেপি নেতা রাহুল সিনহা এটিকে ‘পাগলের প্রলাপ’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, কিছু আদর্শবাদী নেতা তৃণমূলের দুর্নীতির এই চিত্র দেখে অনুশোচনা করছেন।

অন্যদিকে, তৃণমূলের অরূপ চক্রবর্তী এই ভিডিও নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, “এখন সবার দায়িত্ব নিয়ে ওঠবোস করছেন, তাহলে উনিই কি অন্যায়টা করেছেন? মনে হলে সিবিআই-এর কাছে গেলেন না কেন? এতদিন তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেননি কেন?”

এর আগেও পার্থসারথি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলে বিপাকে পড়েছিলেন এবং পরে কান ধরে ক্ষমা চেয়েছিলেন। তবে এবার কান ধরে ওঠবোসের এই ভিডিও প্রমাণ করে, তৃণমূলের অন্দরে এই দুর্নীতি নিয়ে চাপান-উতোর চরমে পৌঁছেছে। এই ঘটনা কি রাজ্যের রাজনীতিতে কোনো নতুন মোড় আনবে?