ইউক্রেন যুদ্ধ থেকে ট্যারিফ, এবার ‘বন্ধু’ মোদীর সঙ্গে পুতিনের ৪০ মিনিটে কি গল্প হলো?

চিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। দুই নেতা প্রায় ৪০ মিনিট ধরে বৈশ্বিক চ্যালেঞ্জ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

বৈঠকে ইউক্রেনের চলমান সংঘাতের বিষয়ে প্রধানমন্ত্রী মোদী শান্তির জন্য জোর দিয়েছেন। তিনি বলেন, “আমরা ইউক্রেনের চলমান সংঘাত নিয়ে নিয়মিত আলোচনা করছি। আমরা সাম্প্রতিক সব শান্তি উদ্যোগকে স্বাগত জানাই।” মোদী আরও বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাতের অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা দরকার। এটি সমগ্র মানবজাতির দাবি।” তিনি আশা প্রকাশ করেন যে সব পক্ষই গঠনমূলক উপায়ে এই সমস্যার সমাধানে এগিয়ে আসবে।

মোদী এবং পুতিনের মধ্যেকার এই বৈঠকটি খুবই আন্তরিক ছিল। বৈঠকের শুরুতেই পুতিন বলেন যে ভারত ও রাশিয়ার সম্পর্ক কোনো রাজনৈতিক ভিত্তিতে নয়, বরং ‘বিশ্বাসের’ উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন যে এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে তিনি আগ্রহী। পুতিনের এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়, আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ভারত ও রাশিয়া একে অপরের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই আছে।

প্রধানমন্ত্রী মোদী বলেন, “রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করা সবসময়ই স্মরণীয়।” তিনি পুতিনকে জানান যে ভারত তার জন্য অপেক্ষা করছে। জানা গেছে, ডিসেম্বরে ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসছেন। মোদী রাশিয়াকে ‘কঠিন সময়ে ভারতের অংশীদার’ বলে উল্লেখ করেন।