ক্লাসে ঘুমিয়ে পড়েছিল ছাত্রী, তালা বন্ধ করে চলে গেল স্কুল কর্তৃপক্ষ! রেলিং দিয়ে বের হতেই যা হলো…?

স্কুলের ভেতরে ঘুমিয়ে থাকার কারণে এক সাত বছর বয়সী ছাত্রীকে তালাবন্ধ করে চলে গেলেন স্কুল কর্তৃপক্ষ। পরে জানলা দিয়ে বের হতে গিয়ে তার মাথা রেলিংয়ে আটকে যায়। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওড়িশার কেওনঝড়ের আঞ্জার সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে। এই ঘটনার পর ওই স্কুলের প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।

কী ঘটেছিল?
বৃহস্পতিবার স্কুল ছুটি হয় বিকেল ৪টায়। অন্যদিনের মতোই ছাত্রী জোছনা দেহুরি স্কুল গিয়েছিল। কিন্তু ছুটি হওয়ার সময় সে ক্লাসরুমের একটি বেঞ্চের নিচে ঘুমিয়ে পড়ে। প্রবল বৃষ্টির কারণে কেউ তাকে দেখতে পায়নি এবং স্কুল কর্তৃপক্ষ ক্লাসরুম তালাবন্ধ করে চলে যায়।

রাতে ঘুম ভাঙার পর জোছনা নিজেকে ক্লাসের ভেতরে আটকে দেখতে পায়। দরজা বন্ধ দেখে সে জানলার লোহার রড দিয়ে বের হওয়ার চেষ্টা করে। শরীর গলিয়ে বের হলেও তার মাথা রেলিংয়ে আটকে যায়। এই অবস্থায় সে সারারাত আটকে থাকে।

কীভাবে উদ্ধার হলো?
এদিকে, জোছনা বাড়ি না ফেরায় তার পরিবার তাকে খুঁজতে শুরু করে। পরের দিন সকালে স্কুলের রাঁধুনি যখন স্কুল খুলতে আসেন, তখন তিনি জোছনাকে ওই অবস্থায় দেখতে পান। দ্রুত খবর পেয়ে পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা ছুটে আসেন। তারা রাঁধুনির কাছ থেকে চাবি নিয়ে ক্লাসরুম খুলে লোহার রড বাঁকিয়ে মেয়েটিকে উদ্ধার করেন।

পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, সে এখন সুস্থ আছে। এই ঘটনার পর এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা স্কুলের এই অবহেলার জন্য প্রধান শিক্ষক গৌরহরি মহামানতকে সাসপেন্ড করার দাবি জানান। সেই দাবি মেনে প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।