মালদহে কালিন্দী নদীর জল বাড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন! ভেসে গিয়েছে বাঁশের সেতু, ভোগান্তিতে গ্রামবাসীরা

মালদহে হঠাৎ কালিন্দী নদীর জল বেড়ে যাওয়ায় জেলার দুটি ব্লকের প্রায় ১০টি গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নদীর জলের তোড়ে ভেসে গেছে পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকোটি। ফলে গ্রামবাসীরা এখন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করছেন।

কেন এই দুর্ভোগ?
ইংরেজ বাজার ব্লকের লক্ষীঘাট, নগরাই এবং রতুয়া দুই ব্লকের কোকলামারি, মোর্চা, চৌদুয়ার-সহ প্রায় ১০টি গ্রামের হাজার হাজার বাসিন্দা এই কালিন্দী নদীর লক্ষী ঘাট হয়ে যাতায়াত করেন। এই বাঁশের সাঁকোটি শুধুমাত্র মানুষ পারাপারের জন্য নয়, বরং মোটরবাইক, অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন চলাচলেরও একমাত্র পথ ছিল। গত মাসে হঠাৎ নদীর জল বেড়ে যাওয়ায় সাঁকোটি ভেসে যায়।

ঝুঁকিপূর্ণ পারাপার ও গ্রামবাসীদের ক্ষোভ
বর্তমানে গ্রামবাসীরা প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় করে নদী পার হতে বাধ্য হচ্ছেন। তাদের অভিযোগ, নৌকা পারাপারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত করছে। রোজগার ও চিকিৎসার জন্য বহু মানুষ প্রতিদিন এই নদী পার করেন, কিন্তু বাঁশের সাঁকো না থাকায় তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই এবার তারা নদীর উপর একটি স্থায়ী পাকা সেতুর দাবি জানিয়েছেন।

সমাধানের আশ্বাস
এ বিষয়ে জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জানিয়েছেন, এই ঘাট জেলা পরিষদের অধীনে। নদীর জল বাড়ায় বাঁশের সাঁকো তুলে নেওয়া হয়েছে এবং নৌকা পারাপারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে ঘাট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, গ্রামবাসীদের দাবিমতো একটি স্থায়ী পাকা সেতুর জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আশা করা যায় দ্রুত এই সমস্যার সমাধান হবে।