দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়ার মাটিতে ফিরছেন রোহিত-বিরাট!

গত টি-২০ বিশ্বকাপ ফাইনালের পর থেকেই ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। টি-২০ ফরম্যাট থেকে আগেই অবসর নেওয়া এই দুই তারকা সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছেন। ফলে, আইপিএল-এর পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন তাঁরা। মাঝের সময়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের আসন্ন সফরটি বাতিল হয়ে যাওয়ায় তাঁদের মাঠে ফেরার অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হয়েছিল। তবে, এবার সমর্থকদের জন্য এল স্বস্তির খবর। জানা গেছে, অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে আবারও জাতীয় দলে ফিরছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।

চলতি বছরের ৯ই মার্চ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার ভারতীয় দলের হয়ে খেলেছিলেন রোহিত ও বিরাট। এরপর থেকে তাঁদের মাঠে ফেরার অপেক্ষায় দিন গুনছিলেন ক্রিকেটপ্রেমীরা। বিসিসিআই সূত্রে জানা গেছে, অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওডিআই এবং পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল। ১৯শে অক্টোবর পার্থে প্রথম ওডিআই ম্যাচ দিয়ে শুরু হবে এই সফর। এরপর ২৩শে অক্টোবর অ্যাডিলেড এবং ২৫শে অক্টোবর সিডনিতে পরবর্তী দুটি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, এই তিনটি ওডিআই ম্যাচেই রোহিত এবং বিরাটকে দেখা যাবে।

তবে, এই প্রত্যাবর্তনের পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিসিসিআই কর্তারা নির্বাচকদের সঙ্গে রোহিত-বিরাটের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে চলেছেন। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে তাঁদের খেলার সুযোগ দেওয়া হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও দলের পরবর্তী অধিনায়কের দায়িত্ব শুভমান গিলকে দেওয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা চলছে, তবু এই দুই সিনিয়র ক্রিকেটারের অভিজ্ঞতাকে উপেক্ষা করা কঠিন। টিম ম্যানেজমেন্টের লক্ষ্য, ২০২৭ সালের বিশ্বকাপ জেতা। তাই, রোহিত ও বিরাটের বয়স ও ফিটনেস বিবেচনা করে তাঁদের সঙ্গে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অতীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবরই ভালো পারফর্ম করেছেন রোহিত ও বিরাট। তাঁদের প্রত্যাবর্তন নিঃসন্দেহে আসন্ন সিরিজের উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। দুই ক্রিকেটারের রান করার খিদে এবং অভিজ্ঞতাই ভারতীয় দলকে সাহায্য করতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।