ফের KK স্মৃতি উস্কে ট্রোলের মুখে রূপঙ্কর, বাংলা ভাষা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে ফের বিপাকে….?

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী আবারও বিতর্কের শিরোনামে। ২০২২ সালে জনপ্রিয় গায়ক কেকে-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর থেকেই তিনি বারবার সমালোচিত হয়েছেন। এবার দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশিদের ভাষা’ বলে উল্লেখ করার প্রতিবাদে করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন বিতর্কের মুখে পড়েছেন এই শিল্পী।

মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি প্রতিবাদী পোস্ট করেন রূপঙ্কর। তিনি লেখেন, “সময়ের থেকে এগিয়েছিলাম হয়তো, তাই অনেক কটাক্ষ, উপেক্ষা সহ্য করেছি। আজও বলছি বাঙলা গানের একজন শিল্পী হয়ে, বাঙলা ভাষার এই অপমান মেনে নিইনি, নেবোও না!! সে আপনারা আমাকে যাই ভাবুন!!” এর সঙ্গে তিনি একটি গানের কলি জুড়ে দেন।

এই পোস্টটি একসঙ্গে দুটি কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছে। প্রথমত, অনেকেই মনে করছেন, তিনি এই পোস্টের মাধ্যমে পুরোনো কেকে-বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছেন। দ্বিতীয়ত, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, বাংলা ভাষার অপমানের প্রতিবাদ জানাতে গিয়ে তিনি ‘বাংলা’ বানানটিই ভুল (বাঙলা) লিখেছেন। এই ভুলের জন্য নেটিজেনরা তার তীব্র নিন্দা করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “‘বাঙলা’ নয়, ওটা ‘বাংলা’ হবে। ভাষাটাই তো আগে ঠিকভাবে লিখুন।” আরেকজন লিখেছেন, “সুযোগ পেয়েছেন বলেই যেটা বলেছেন সেটাকে জাস্টিফাই করতে নামবেন না…।”

২০২২ সালের ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে কনসার্ট করার পর গায়ক কেকে-র আকস্মিক মৃত্যু হয়। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই রূপঙ্কর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কেকে-র কনসার্ট নিয়ে চলা উন্মাদনা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “হু ইজ কেকে? আমরা যে কোনো কে-র থেকে ভালো গাই।” তার এই মন্তব্যের জেরে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এবং পরবর্তীতে ভিডিওটি ডিলিট করে ক্ষমা চেয়ে নেন।

আজকের এই বিতর্কিত পোস্টটি সেই পুরোনো ক্ষতকে নতুন করে তুলে এনেছে। নেটিজেনরা মনে করছেন, রূপঙ্কর বাংলা ভাষার প্রতি তার ভালোবাসা দেখাতে গিয়ে নিজের করা আগের ভুলকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছেন, যা আসলে অপ্রাসঙ্গিক। এই ঘটনা আবারও প্রমাণ করল যে, রূপঙ্করের বিতর্কিত মন্তব্য এবং তার পরের প্রতিক্রিয়া যেন এক অন্তহীন বৃত্তে আবদ্ধ।