‘শ্রেয়া ছাড়া আর কোনও নাম মাথায় আসেনি’, কেন বললেন ‘সাইয়ারা’-র পরিচালক?

বলিউড পাড়ায় এখন একটাই চর্চা – মোহিত সুরি পরিচালিত ছবি ‘সাইয়ারা’র অপ্রতিরোধ্য অগ্রযাত্রা। ছবিটি ৩০০ কোটির ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে। এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে উঠে আসছে ছবির ক্লাইম্যাক্সে শোনা যাওয়া টাইটেল ট্র্যাকের ফিমেল ভার্সন, যা গেয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল।
সঙ্গীত পরিচালক তানিষ্ক বাগচী এই গান প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “পরিচালক মোহিত সুরির সঙ্গে যখন আলোচনা করি, তখন শ্রেয়ার নামটাই প্রথম মাথায় আসে। শ্রেয়া কীভাবে গানটা গাইবেন, সেটাও আমাকে বলতে হয়নি। শ্রেয়া স্টুডিওতে এসে নিজের মতো করে আবেগ দিয়েই গানটা গেয়েছেন। সেখানেই আসল ম্যাজিকটা হয়েছে।”
পরিচালক মোহিত সুরিও শ্রেয়ার প্রতি তাঁর আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেন, “মহিলাদের আবেগ যখন গানে ব্যক্ত করার মতো বিষয় থাকে, তখন শ্রেয়ার চেয়ে ভালো আর কেউ সেই গান গাইতে পারেন না। সেই কারণেই এই গানটার জন্য শ্রেয়া ছাড়া আর কোনও নাম আমার মাথায় আসেনি।” উল্লেখ্য, ‘সাইয়ারা’ ছবির টাইটেল ট্র্যাকটি বিশ্বজুড়ে ব্যাপক হিট হয়েছে এবং বর্তমানে সকলের মুখে মুখে ফিরছে।
গত পাঁচ বছরে বলিউডে হিন্দি ছবির সুপারহিট গানগুলোর বেশিরভাগই গেয়েছেন অরিজিৎ সিং। তবে ‘সাইয়ারা’র টাইটেল ট্র্যাক অরিজিতের গাওয়া না হওয়ায় এই ফর্মুলা ভেঙেছে। ছবিতে শ্রেয়ার গান থাকায় অনেকে মনে করছেন, নতুন প্রজন্মের ছবির জন্যও শ্রেয়ার গাওয়া গানই উপযুক্ত, যেমনটা শাহরুখ খান-ঐশ্বর্য রাইয়ের ছবির ক্ষেত্রে ছিল।
এদিকে, লক্ষণীয় বিষয় হলো, অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল সম্প্রতি বাংলা ছবি ‘ধূমকেতু’-র জন্য একসঙ্গে গান গেয়েছেন। এই গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে। এটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির ছবি। ১২ বছর পর দেব ও শুভশ্রী একসঙ্গে কাজ করায় তাঁদের অনুরাগীরা অধীর আগ্রহে নতুন ছবির জন্য অপেক্ষা করছেন। আগামী ১৪ই আগস্ট মুক্তি পাবে ‘ধূমকেতু’।