কন্যা সন্তানের মা হলেন অহনা, ১ দিন বয়সী মেয়ের ছবি দেখালেন ‘মিশকা’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্তের পরিবারে এল নতুন সদস্য। সোমবার একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অহনা। নির্ধারিত তারিখের কয়েক সপ্তাহ আগেই ভূমিষ্ঠ হয়েছে অহনা ও দীপঙ্করের প্রথম সন্তান। এই সুখবরে উচ্ছ্বসিত অভিনেত্রী ও তাঁর স্বামী।

সোমবার প্রথম সুখবরটি সামাজিক মাধ্যমে জানিয়ে অহনা লিখেছিলেন, ‘এসো মা লক্ষ্মী, বসো ঘরে। নতুন চরিত্রে আমরা মা ও বাবা।’ সেই পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছিলেন অহনা, যেখানে তিনি গালে হাত দিয়ে পোজ দিয়েছিলেন এবং তাঁর স্বামী দীপঙ্কর পিছন থেকে উঁকি দিচ্ছিলেন। তাঁদের হাতে ছিল একটি কার্ড, যাতে লেখা ছিল, ‘সি ইজ হিয়ার’।

এবার সদ্যোজাত কন্যাসন্তানের প্রথম ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অহনা। খুব সম্ভবত হাসপাতালের অপারেশন থিয়েটারেই তোলা হয়েছে ছবিটি। ছবিতে দেখা যাচ্ছে, মা অহনা পরম মমতায় তাঁর মেয়েকে বুকের কাছে আগলে রেখেছেন এবং একদৃষ্টিতে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। যদিও গোপনীয়তা বজায় রাখতে সদ্যোজাত সন্তানের মুখটি একটি লাল হার্ট ইমোজি দিয়ে ঢেকে রেখেছেন অভিনেত্রী।

মেয়ের সঙ্গে দুটি ছবি শেয়ার করে অহনা লিখেছেন, ‘আশীর্বাদ করবেন সবাই’। এর আগে সোমবার রাতেই অহনা একটি ভিডিও শেয়ার করে জানিয়েছিলেন যে, সন্তান প্রসবের পর তিনি সুস্থ আছেন। সকল অনুরাগী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানানোর জন্য তিনি ধন্যবাদও জানান। হাসপাতালের বিছানায় শুয়ে অহনাকে বলতে শোনা যায়, ‘তোমরা এত প্রার্থনা করেছ আমাদের বেবির জন্য, সব ঠিক আছে। আমরা সুস্থ আছি। খুব স্মুদলি সবকিছু হয়েছে। সবকিছু তোমাদের বলব, সবকিছু তোমাদের দেখাব।’

উল্লেখ্য, অহনা দত্ত ছোটবেলা থেকেই প্রচারের আলোয়। ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শোতে তাঁর মা চাঁদনীর সঙ্গে অংশগ্রহণ করে তিনি প্রথম পরিচিতি লাভ করেন। সেই রিয়েলিটি শো শেষ হওয়ার পরপরই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-তে খলনায়িকা মিশকার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। তবে গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে অহনা ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নেন এবং এই সময়ে বিভিন্ন ফ্যাশন শ্যুট ও ভ্লগিংয়ে নিজেকে ব্যস্ত রেখেছিলেন।