মিমির বিকিনি লুকে মুগ্ধ শুভশ্রী গাঙ্গুলি! বললেন, “কী অপূর্ব লাগছে….”

টলিউডে একসময় রাজ চক্রবর্তীকে ঘিরে মিমি চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্কের টানাপোড়েন ছিল বহুল চর্চিত বিষয়। রাজ চক্রবর্তী শুভশ্রীকে বিয়ে করার পর এই দুই অভিনেত্রীর মধ্যে সখ্যতার অভাব দেখা গিয়েছিল। তবে, সম্প্রতি সেই পুরনো গুঞ্জনকে নস্যাৎ করে দিয়ে মিমি ও শুভশ্রীর মধ্যে নতুন করে বন্ধুত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত বছর টলিপাড়ার এক পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর ফিল্মফেয়ারের মঞ্চে মিমির জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’-এ শুভশ্রীকে নাচতেও দেখা যায়। আর এবার মিমির বিকিনি লুকের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ-পত্নী শুভশ্রী, যা টলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

পুজোর আগে বড় চমক হিসেবে আসছে মিমি চক্রবর্তীর জনপ্রিয় ছবি ‘রক্তবীজ’-এর সিক্যুয়াল ‘রক্তবীজ ২’। এই ছবির প্রচারণার অংশ হিসেবেই বুধবার প্রথমবারের মতো বিকিনি লুকে প্রকাশ্যে এলেন মিমি। নীল রঙের বিকিনিতে হালকা মেকআপ, হাতে সোনালি ব্যান্ড এবং ভিজে খোলা চুলে নায়িকা যেন উষ্ণতার ঝড় তুলেছেন। সোশ্যাল মিডিয়া জুড়েও শুরু হয় ব্যাপক চর্চা। কখনও একরাশ নীল জলে হাঁটু পর্যন্ত ডুবিয়ে আনমনা হয়ে তাকিয়ে থাকতে দেখা যায় মিমিকে, আবার কখনও সমুদ্র সৈকতে হাতে স্কার্ফ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁর এই সাহসী লুক নিয়েই এবার মুখ খুললেন শুভশ্রী।

কী বললেন শুভশ্রী?
বাংলা সংবাদমাধ্যম TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী মিমির বিকিনি লুক প্রসঙ্গে বলেন, “কী অপূর্ব লাগছে ওঁকে, দারুণ হট। খুব ভালো লাগছে। অনেক পরিশ্রম করতে হয়। সত্যি ওঁকে কুর্নিশ জানাই। আর আমি দেখেছি যে, মিমি কাজের মধ্যেই থাকে। ও ভীষণভাবে স্বাস্থ্য সচেতন, ফিটনেস ফ্রিক। আর সেটা যাচ্ছে। সব থেকে ভালো লাগছে ও কঠোর পরিশ্রম করেছে। ও নিজের বডি বানিয়েছে। আর সেটাকে সম্মান দিয়ে যে ওঁর জন্য একটা গান বানানো হচ্ছে। সেটা আমার সত্যি খুব ভালো লাগছে।”

শুভশ্রীকে সর্বশেষ ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘গৃহপ্রবেশ’ ছবিতে দেখা গেছে। এছাড়াও ১৪ আগস্টে শুভশ্রীর বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে, যেখানে প্রায় ৯ বছর পর দেব-শুভশ্রী জুটিকে পর্দায় দেখা যাবে। অন্যদিকে, পুজোয় আসছে মিমির ‘রক্তবীজ ২’। এই বছর ক্রিসমাসে মিমির আরও একটি ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মুক্তি পাওয়ার কথা রয়েছে, যার শুটে তিনি বর্তমানে ব্যস্ত। তবে বড়দিনে কেবল মিমি নয়, শুভশ্রীর ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ও মুক্তি পাওয়ার কথা রয়েছে। দুই অভিনেত্রীর ব্যক্তিগত সম্পর্কের এই উষ্ণতা এখন টলিউডের নতুন আলোচনার বিষয়।