ফের জঙ্গি নাশকতার ছক? গুজরাট থেকে গ্রেপ্তার হলো ৪ আল কায়দা সদস্য

জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনার জেরে যখন দেশজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে, ঠিক সেই সময়ই বড়সড় সাফল্য পেল গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS)। ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (AQIS) এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জঙ্গিদের ধরা হয়েছে বলে জানা গেছে।

সারা দেশ জুড়ে অভিযান

গুজরাট এটিএস জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিল্লি, উত্তরপ্রদেশের নয়ডা এবং গুজরাটের আমেদাবাদ ও মোদাসা থেকে এই চারজনকে আটক করা হয়েছে। ধৃতরা হলেন মহম্মদ ফয়ক, মহম্মদ ফারদিন, সইফুল্লা কুরেশি এবং জিশান আলি। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে আল-কায়দার নেটওয়ার্ক বিস্তারের একটি বড় ষড়যন্ত্র ভেস্তে গেল বলে মনে করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ, গোপন অ্যাপের ব্যবহার

গুজরাট এটিএস কর্মকর্তাদের মতে, ধৃতরা দীর্ঘদিন ধরে আল-কায়দার সঙ্গে যুক্ত ছিল। তারা মূলত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এই সন্ত্রাসী গোষ্ঠীর সংস্পর্শে আসে। নিজেদের অবস্থান গোপন রাখার জন্য এবং নিরাপত্তা সংস্থার নজর এড়িয়ে চলার জন্য তারা বিভিন্ন অবৈধ এবং এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করত। বর্তমানে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই গ্রেপ্তারের পর এই জঙ্গি নেটওয়ার্কের আরও বিস্তারিত তথ্য পাওয়ার আশা করছে এটিএস।

পহেলগামের পর সতর্কতা বৃদ্ধি

পহেলগাম হামলায় যেখানে বেশ কয়েকজন নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে, সেখানে এই গ্রেপ্তারের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওই ঘটনার পর থেকেই ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশের যৌথ দল জম্মু-কাশ্মীরে লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছে। এরই মধ্যে গোয়েন্দা সংস্থাগুলো খবর পেয়েছিল যে, আল-কায়দা ভারতে বড় ধরনের নাশকতা চালাতে পারে। ওসামা বিন লাদেন এবং আয়মান আল-জাওয়াহিরির মৃত্যুর পরেও এই গোষ্ঠী আফগানিস্তানে তাদের ঘাঁটি মজবুত করেছে বলে খবর ছিল। সেই তথ্যের ভিত্তিতেই দেশজুড়ে সতর্কতা বাড়ানো হয়েছিল এবং তারই ফলস্বরূপ এই চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এটিএস এখন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অন্যান্য সদস্যদের এবং তাদের সম্ভাব্য পরিকল্পনার বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে।