চাকরি ফেরত চাই “কোনো পরীক্ষা আমরা দেব না দেব না” – গর্জন চাকরিহারাদের

চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে আজ ফের উত্তাল হয়ে উঠল রাজ্য রাজনীতি। ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর ডাকে হাজার হাজার চাকরিপ্রার্থী আজ নিজেদের অধিকার আদায়ের দাবিতে নবান্নের পথে পা বাড়িয়েছিলেন। তবে মল্লিক ফটকের কাছেই তাদের মিছিল আটকে দেয় পুলিশ, যার জেরে পরিস্থিতি চরম উত্তেজনার সৃষ্টি হয়। আন্দোলনকারীদের মূল দাবি, তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের বঞ্চনার কথা জানাতে চান।
অধিকারের দাবিতে রাজপথে:
দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতির অভিযোগে চাকরি হারানোর যন্ত্রণায় ভুগছেন এই শিক্ষকরা। আদালতের নির্দেশে ইতিমধ্যেই বহু শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। নিজেদের ‘যোগ্য’ দাবি করে, এই শিক্ষকরা দিনের পর দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ তাদের লক্ষ্য ছিল একটাই – নবান্নে পৌঁছে নিজেদের দাবি-দাওয়া মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা।
মল্লিক ফটকে ব্যারিকেড, পুলিশের বাধা:
বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই হাওড়ার দিক থেকে আসা মিছিলটি যখন মল্লিক ফটকের কাছে পৌঁছয়, তখন পুলিশ লোহার ব্যারিকেড দিয়ে পথ আটকায়। বিপুল সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। ব্যারিকেডের সামনে এসে মিছিল আটকে গেলে আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে শুরু হয় বচসা। ‘আমরা যোগ্য, আমরা চাকরি চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
আবেগ ও ক্ষোভের বিস্ফোরণ:
মিছিলে অংশ নেওয়া বহু শিক্ষক-শিক্ষিকাকে দেখা যায় আবেগপ্রবণ হয়ে পড়তে। চোখের জল আর ক্ষোভে ফুঁসছেন তারা। একজন আন্দোলনকারী শিক্ষক বলেন, “আমাদের অপরাধ কী? আমরা দিনের পর দিন ধরে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছি, যোগ্যতা প্রমাণ করেছি। আজ আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে আমরা এর জবাব চাই।” আরেক শিক্ষিকা জানান, “আমরা শান্তিপ্রিয় আন্দোলন করছি। কিন্তু আমাদের কথা শোনার মতো কেউ নেই। আমরা শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই।”
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি:
‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের প্রধান দাবি হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ। মঞ্চের এক মুখপাত্র বলেন, “আমরা দিনের পর দিন ধরে অবহেলিত। আমাদের এই যন্ত্রণা মুখ্যমন্ত্রীকে সরাসরি জানাতে চাই। আমাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে।”
রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া:
এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের প্রতি সংবেদনশীল না হওয়ার অভিযোগ তুলেছে। শাসক দলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
আপাতত মল্লিক ফটকে উত্তেজনা প্রশমিত হলেও, চাকরিহারা শিক্ষকদের এই আন্দোলন যে সহসা থামছে না, তা বলাই বাহুল্য। তাদের চোখ এখন নবান্নের দিকে, মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায়।