পাঁচ হাজার পথকুকুরকে প্রতিদিন খাওয়ানো হবে মাংসভাত! অভিনব উদ্যোগ বেঙ্গালুরুতে

বেঙ্গালুরুর রাস্তায় থাকা পাঁচ হাজার পথকুকুরের জন্য এবার আসছে বিশেষ পুষ্টিকর খাবার—মাংস, ভাত এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদানে তৈরি খাদ্য। ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকে (BBMP) সম্প্রতি এই উদ্যোগ নিয়েছে, যার জন্য বছরে খরচ হবে প্রায় ২.৮৮ কোটি টাকা।

বিভিন্ন হোটেল, রেস্তরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত খাবার সংগ্রহ করে তা পরিষ্কার ও স্বাস্থ্যসম্মতভাবে রেঁধে পরিবেশন করা হবে পথকুকুরদের। এমনকি কোথায় কীভাবে খাওয়ানো হবে, সেই নিয়েও থাকবে সুনির্দিষ্ট পরিকল্পনা।

BBMP কর্তৃপক্ষ মনে করছে—“পথকুকুররা যদি পর্যাপ্ত খাবার না পায়, তবে তারা অনেক সময় আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। সঠিক পুষ্টি দিলে শুধু তাদের স্বাস্থ্যের উন্নতি হবে না, সামাজিক নিরাপত্তাও অনেকটাই নিশ্চিত হবে।”

এই ঘোষণা সামনে আসতেই বিতর্কে জড়িয়েছে BBMP। তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ কার্তি পি চিদাম্বরম এক্স (প্রাক্তন টুইটার)-এ লেখেন:“এটা কি সত্যি? পথকুকুরদের আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা উচিত, যেখানে তাদের থাকা, খাওয়া ও চিকিৎসার সুব্যবস্থা হবে। শুধু রাস্তায় খাবার দেওয়াই কি যথেষ্ট?”

চিদাম্বরম আরও জানান, ভারতে বর্তমানে ৬.২ কোটিরও বেশি পথকুকুর রয়েছে।বিশ্বজুড়ে জলাতঙ্কে যত মানুষের মৃত্যু হয়, তার মধ্যে ৩৬% শুধু ভারতেই।তাঁর মতে, প্রাণী জন্ম নিয়ন্ত্রণ (ABC) বিধিমালা ২০২৩ চালু হলেও তা বাস্তবায়িত হয়নি বলেই রাস্তায় কুকুরের সংখ্যা বাড়ছে।

BBMP-র এই প্রকল্প পশুপ্রেমীদের একাংশের কাছে ইতিবাচক বার্তা বলেই মনে করা হচ্ছে। তারা বলছেন,“এটা একধরনের সামাজিক দায়িত্ব। রাস্তায় থাকা প্রাণীগুলোকেও সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দিতে হবে।”

তবে সমালোচকরা বলছেন, কাজের স্বচ্ছতা, খরচের যৌক্তিকতা, এবং বাস্তব প্রয়োগ নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন।