যাত্রীবোঝাই বাস পড়ে গেলো নদীতে, বহু নিখোঁজ, জেনেনিন ক’টি দেহ উদ্ধার হল?

প্রবল বৃষ্টি আর ভূমিধসের কারণে ফুঁসতে থাকা অলকানন্দা নদী এবার কেড়ে নিল বেশ কয়েকটি তাজা প্রাণ। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ-বদ্রীনাথ মহাসড়কের ঘোলথিরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবোঝাই একটি টেম্পো ট্রাভেলার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে গেছে। এই মর্মান্তিক ঘটনায় অন্তত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে দ্রুতগতিতে উদ্ধারকারী দল পৌঁছে গেলেও অলকানন্দার তীব্র স্রোত উদ্ধার কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, টেম্পো ট্রাভেলারটিতে মোট ১৮ জন যাত্রী সওয়ার ছিলেন। আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সদর দফতরের মুখপাত্র আইজি নীলেশ আনন্দ ভরনে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “রুদ্রপ্রয়াগ জেলার ঘোলাথির এলাকায় যাত্রীবোঝাই একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে অলকানন্দা নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাসটিতে ১৮ জন যাত্রী সওয়ার ছিলেন।” প্রাথমিক উদ্ধারকাজ থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে বাকি ১০ জনের কোনো খোঁজ মেলেনি। ধারণা করা হচ্ছে, তীব্র স্রোতের কারণে তাঁরা ভেসে গেছেন।
গাড়ওয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পান্ডেও দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেছেন, “রুদ্রপ্রয়াগ জেলার ঘোলথিরে ১৮ আসনের একটি টেম্পো ট্রাভেলার অলকানন্দা নদীতে পড়ে যায়। এতে একজনের মৃত্যু হয়েছে।” (প্রাথমিক তথ্য অনুসারে মৃতের সংখ্যা বাড়ার কারণে পরবর্তীতে সংবাদ সংস্থা থেকে ২ জনের খবর নিশ্চিত করা হয়)।
দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF), স্থানীয় পুলিশ এবং জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে গেছে। কিন্তু অলকানন্দা নদীর তীব্র স্রোত এবং প্রতিকূল আবহাওয়া উদ্ধার কাজকে অত্যন্ত কঠিন করে তুলেছে। নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি অভিযান জোর কদমে চলছে, তবে জীবিতদের খুঁজে পাওয়ার আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে।
একের পর এক ভূমিধস এবং অবিরাম বৃষ্টির কারণে রুদ্রপ্রয়াগ-বদ্রীনাথ মহাসড়ক এমনিতেই বিপদসংকুল হয়ে উঠেছে। এর মধ্যেই এমন ভয়াবহ দুর্ঘটনা তীর্থযাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।