OMG! বউদির কাটা মুণ্ডু হাতে রাস্তায় হাঁটছে দেওর, হাড়হিম করা ঘটনায় ছড়ালো চাঞ্চল্য

এক হাড়হিম করা ঘটনায় স্তম্ভিত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। শনিবার সকালে এক যুবককে তার বউদির কাটা মুণ্ডু এক হাতে নিয়ে নির্লিপ্তভাবে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে সেই কাটা মুণ্ডু হাতেই থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত যুবক। বিমল মণ্ডল (২৫) নামে ওই যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বাসন্তীর ভরতগড় ৬ নম্বর এলাকায়। শনিবার সকালে স্থানীয়রা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক যুবককে এক হাতে ধারালো অস্ত্র এবং অন্য হাতে একটি কাটা মুণ্ডু নিয়ে যেতে দেখেন। এমন ভয়াবহ দৃশ্য দেখে এলাকায় আতঙ্কিত হয়ে পড়ে মানুষজন। অনেকেই ভয়ে নিজেদের ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন।

জানা গেছে, বিমল মণ্ডল নামের ওই যুবক সেই কাটা মুণ্ডু হাতেই স্থানীয় থানায় পৌঁছায়। পুলিশ সূত্রে খবর, যুবক জানায়, সে তার বউদি সতী মণ্ডলকে খুন করেছে। সঙ্গে সঙ্গেই পুলিশ তাকে গ্রেফতার করে।

প্রতিবেশীরা জানিয়েছেন, ভরতগড়েই বিমল মণ্ডলের বাড়ি। পারিবারিক বিবাদ তাদের মধ্যে দীর্ঘদিনের। বিমলের দাদা তিন মাস আগেই মারা গিয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিধবা বউদি সতী মণ্ডলের সঙ্গে আজ সকালে আম পাড়াকে কেন্দ্র করে বিমলের বচসা বাধে। এরপরই সে ধারালো অস্ত্রের কোপে সতীকে খুন করেছে।

পুলিশ সতী মণ্ডলের কাটা মুণ্ডু এবং দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত যে অস্ত্র দিয়ে খুন করেছে, সেই অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

এই নৃশংস ঘটনায় বাসন্তী এলাকায় গভীর শোক ও চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।