পাকিস্তানের পর্দা ফাঁস করতে জাপান যাচ্ছেন অভিষেক, যাবেন আরও চার দেশে

ভারত কীভাবে সন্ত্রাসবাদ দমনে পদক্ষেপ নিচ্ছে এবং ‘অপারেশন সিঁদুর’ কী উদ্দেশ্যে চালানো হয়েছিল, তা বিশ্বের দরবারে তুলে ধরতে এক বহু-দলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে আজ জাপান রওনা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপান ছাড়াও তিনি আরও চারটি এশীয় দেশ সফর করবেন বলে জানা গেছে। আজ সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন অভিষেক।
অপারেশন সিঁদুর ও ভারতের বার্তা:
গত ৭ মে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ‘অপারেশন সিঁদুর’-এর একমাত্র লক্ষ্য ছিল জঙ্গিঘাঁটিগুলি, পাকিস্তানের সামরিক পরিকাঠামো বা সাধারণ নাগরিকরা এর নিশানা ছিল না। এই বার্তাটিই আন্তর্জাতিক মহলে পৌঁছে দিতে ভারত বিভিন্ন দেশে বহু-দলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে। একই সঙ্গে, পাকিস্তান কীভাবে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে, সেই বিষয়টিও তুলে ধরবে এই প্রতিনিধি দলগুলি।
অভিষেকের অন্তর্ভুক্তি ঘিরে বিতর্ক:
প্রাথমিকভাবে এই প্রতিনিধি দলে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নাম প্রস্তাব করেছিল কেন্দ্র। তবে দলের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়ায় তৃণমূল পাঠানের নাম প্রত্যাহার করে নেয়। সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই জানিয়েছিলেন যে, প্রতিনিধি দলে তৃণমূলের কে যাবেন, তা কেন্দ্র ঠিক করতে পারে না; এটি দলের সিদ্ধান্ত। কেন্দ্র অনুরোধ করলে তৃণমূল বিষয়টি বিবেচনা করবে বলেও জানানো হয়েছিল।
সূত্রের খবর, গতকাল কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তৃণমূল সুপ্রিমোকে ফোন করেন। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নাম প্রস্তাব করেন এবং সেই অনুযায়ী অভিষেককে প্রতিনিধি দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। জনতা দল ইউনাইটেডের সাংসদ সঞ্জয় ঝা এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। মঙ্গলবার প্রতিনিধি দলের সঙ্গে বিদেশ সচিব বিক্রম মিস্রি একটি বৈঠক করেন, যেখানে অভিষেকও উপস্থিত ছিলেন।
সফরের বিস্তারিত:
আজ সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন অভিষেক। বিমানবন্দরে পৌঁছে তিনি ঘড়ি দেখে জানান, ফ্লাইটের সময় হয়ে গেছে এবং এরপরই বিমানবন্দরের ভেতরে চলে যান। জানা গেছে, অভিষেকদের প্রতিনিধি দলটি আজ জাপান যাবে। এরপর তারা দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া সফর করবে। এই পাঁচটি দেশ ঘুরে তারা ‘অপারেশন সিঁদুর’ এবং সন্ত্রাসবাদ দমনে ভারতের দৃঢ় পদক্ষেপের কথা তুলে ধরবেন।