দহন-জ্বালা মিটবে এখনই, স্বস্তির বার্তা বঙ্গে! ৭ জেলায় বৃষ্টি এল বলে

এখনও পাকাপাকিভাবে বর্ষা না এলেও, গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যেই স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। জেলায় জেলায় ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্র-বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বুধবার ও বৃহস্পতিবারও একইরকম আবহাওয়া বজায় থাকবে। গরম ও অস্বস্তি থাকলেও এই সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির কারণে তাপমাত্রা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ায় আরও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার উত্তরবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যেখানে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে তীব্র ঝোড়ো বাতাস বইতে পারে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের আটটি জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের কিছু অংশ, মলদ্বীপ ও কোমোরিন এলাকায় প্রবেশ করবে। এর পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু এলাকায় মৌসুমী বায়ুর প্রবেশ ঘটবে। মৌসুমী বায়ু উত্তরপূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশও অগ্রসর হবে, যা বর্ষার আগমনের ইঙ্গিত দিচ্ছে।

সব মিলিয়ে, বর্ষা পুরোপুরি না এলেও, গরম ও অস্বস্তি থেকে কিছুটা স্বস্তি দিতেই বঙ্গে নেমে আসছে প্রাক-বর্ষার বৃষ্টি।