“ওরা ধর্ম দেখে মেরেছে, আমরা কর্ম দেখে মেরেছি”, পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়েও বড় বার্তা রাজনাথ সিংয়ের

‘অপারেশন সিঁদুর’ নামে সফল অভিযানের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার এবং পরবর্তীকালে সংঘর্ষবিরতির পর আজ জম্মু ও কাশ্মীর সফরে গেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি শ্রীনগরের ঐতিহাসিক বাদামী বাগ ক্যান্টনমেন্টে যান এবং সেখানে কর্তব্যরত সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেন। এই সফরে তিনি পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়েও একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন।
বাদামী বাগ ক্যান্টনমেন্টে জওয়ানদের উদ্দেশে রাজনাথ সিং বলেন যে প্রতিকূল পরিস্থিতিতে তাদের মাঝে আসতে পেরে তিনি গর্বিত। ‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “অপারেশন সিঁদুরে আপনারা যা করেছেন, তার জন্য গোটা দেশবাসী গর্বিত। প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পাশাপাশি আমি একজন ভারতীয় নাগরিক। আমি ভারতীয় নাগরিক হিসাবে কৃতজ্ঞতা জানাতে চাই।” তিনি এই ক্যান্টনমেন্টের সেই জায়গাটিও ঘুরে দেখেন যেখানে সম্প্রতি পাকিস্তানের দিক থেকে একটি শেল এসে পড়েছিল।
জম্মু-কাশ্মীরে পা রেখেই প্রতিরক্ষামন্ত্রী বীর জওয়ানদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, “আমি প্রথমেই বীর জওয়ানদের কাছে মাথা নত করছি। তারা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে আত্মত্যাগ করেছেন, তাকে শ্রদ্ধা জানাই।” একইসঙ্গে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত নিরাপরাধ পর্যটকদেরও তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আহত জওয়ানদের সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
পাকিস্তানের পরমাণু অস্ত্র প্রসঙ্গে রাজনাথ সিং বলেন যে আন্তর্জাতিক মহলের উচিত এর ওপর নজর রাখা। তার এই মন্তব্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিধ্বনি হিসেবে দেখা হচ্ছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে গোটা বিশ্ব ভারত মাতার শক্তি দেখেছে এবং ভারতীয় সেনাবাহিনী পারমাণবিক হুমকিকে ভয় করে না।
পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাজনাথ সিং বলেন, “ওরা ধর্ম দেখে মেরেছে, আমরা কর্ম দেখে মেরেছি। উস্কানি দিলে রক্তগঙ্গা বইবে।” ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ওরা ধর্ম দেখে মেরেছে, আমরা কর্ম দেখে মেরেছি”। এই মন্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে ধর্ম বা জাতির ভিত্তিতে নয়, বরং কর্মের ভিত্তিতে দেখে এবং পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত।