গলা শুকিয়ে হবে কাঠ, দক্ষিণবঙ্গে বাড়বে দাবদাহ! সপ্তাহের প্রথম দিনে ‘অ্যালার্ট’ করে দিল হাওয়া অফিস

গলা শুকিয়ে কাঠ হওয়ার মতো পরিস্থিতি আসছে। শহর সহ গোটা দক্ষিণবঙ্গে তীব্র গরম এবং দাবদাহ বাড়বে। সপ্তাহের শুরুতেই এই বিষয়ে সতর্ক করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এতদিন বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে তাপমাত্রা কিছুটা সহ্যের মধ্যে থাকলেও, সেই পরিস্থিতি এবার অতীত। ইতিমধ্যেই হালকাভাবে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়া দফতর এবার আভাস দিয়েছে যে, আগামী দিনগুলিতে পরিবেশ আরও তপ্ত হবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৮ই মে থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়বে। দিন বা রাত – কোনও সময়েই তাপমাত্রা কমার বিশেষ সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চলের পারদ ৪০-৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। উপকূলবর্তী এলাকার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। কলকাতা শহরে তৈরি হবে ভ্যাপসা গরম। অন্যদিকে, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে লু বইতে পারে।

তবে এই তীব্র অস্বস্তি শুরু হওয়ার আগে রাজ্য কিছুটা স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। জানা গেছে, সোম থেকে বুধের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানকার কয়েকটি জেলার জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায় এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।