পরিবারের অমতে সম্পর্ক, ভিডিও কলে আত্মঘাতী প্রেমিক যুগল, চাঞ্চল্য মালদহের বামনগোলায়

ভালোবাসা মেনে নেয়নি পরিবার, আর তারই মর্মান্তিক পরিণতি – ভিডিও কল করে আত্মহত্যা করলেন এক প্রেমিক যুগল। ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা থানার খুয়ারডাঙ্গা ও রাখালপুকুর এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

💔 প্রেম, প্রতিবন্ধকতা এবং বিষ খাওয়া
মৃত প্রেমিক-প্রেমিকার নাম ফুলটুস মণ্ডল ও রাখি মণ্ডল। ফুলটুস ছিলেন দিনমজুর, বাড়ি খুয়ারডাঙ্গা এলাকায়। অন্যদিকে, রাখি ছিলেন বামনগোলা হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে খবর, গত দুর্গাপুজোর সময়ে তাঁদের আলাপ হয়, এরপর থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিন্তু রাখির পরিবারের তরফে এই সম্পর্কের তীব্র বিরোধিতা করা হয়।

ফুলটুসের মা উজ্জ্বলারানি মণ্ডলের দাবি,

“রাখির পরিবার সম্পর্কটা কিছুতেই মেনে নেয়নি। তাই ওরা বাধ্য হয়ে একসঙ্গে বিষ খায়।”

📱 ভিডিও কলে শেষ বিদায়
ঘটনাটি ঘটে গত শনিবার। গাজোল থানার আগমপুর এলাকায়, এক বন্ধুকে ভিডিও কল করে বিষপান করে যুগল। বন্ধু বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে অন্যদের খবর দেন। দ্রুত অচৈতন্য অবস্থায় তাঁদের গাজোল গ্রামীণ হাসপাতাল এবং পরে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।

তবে শেষরক্ষা হয়নি। গতকাল রাত ৮টা নাগাদ রাখির মৃত্যু হয় এবং রাত ১টার সময় মারা যান ফুলটুস।

⚖️ বিপরীত অভিযোগ পরিবারের
এই ঘটনার মধ্যে অন্য এক দিক তুলে ধরেছেন রাখির বাবা গোকুল মণ্ডল। তাঁর অভিযোগ,

“ফুলটুস আমাদের মেয়েকে অত্যাচার করত। ওই ছেলেই ওকে আগে বিষ খাইয়ে পরে নিজেও আত্মহত্যা করে।”

তিনি আরও জানান, কয়েকদিন আগেই ফোনে সম্পর্কের কথা জানায় ফুলটুস।

🕵️ তদন্তে পুলিশ
ঘটনার পর গোটা বামনগোলা থানা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে, মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

এখনও পর্যন্ত কোনও পক্ষ থেকেই লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে পুলিশ তদন্ত চালাচ্ছে।