ভূমিকম্পে কেঁপে উঠলো থাইল্যান্ড এবং মায়ানমার”, আগুন লেগে ভেঙে পড়ল ‘বিশ্ববিদ্যালয়, দেখুন ভিডিয়ো

শুক্রবার সকাল গড়িয়ে বেলা নামতেই ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে থাইল্যান্ড এবং মায়ানমার। ৭.৭ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক এবং মায়ানমার।
এদিনের ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় মায়ানমারের মন্ডালয় শহরে। প্রবল কম্পনের ধাক্কায় প্রথমে মন্ডালয় বিশ্ববিদ্য়ালয়ে আগুন ধরে যায়। তারপর সেটি দাউ দাউ করে জ্বলে ওঠার পর, একে একে ভেঙে পড়তে শুরু করে বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। ভূমিকম্পের তীব্রতায় মন্ডালয় বিশ্ববিদ্য়ালয়ের একাংশ পুরোপুরি ভেঙে পড়ে, এবং অনেক ছাত্র-ছাত্রী চাপা পড়ে যায়। তবে, এখনও পর্যন্ত ভেঙে পড়া অংশের নিচে কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
<blockquote class=”twitter-tweet” data-media-max-width=”560″><p lang=”en” dir=”ltr”>JUST IN: Fire and heavy damage at Mandalay University in Myanmar, reports of casualties <a href=”https://t.co/zgcogKCJvt”>pic.twitter.com/zgcogKCJvt</a></p>— BNO News (@BNONews) <a href=”https://twitter.com/BNONews/status/1905536257414840630?ref_src=twsrc%5Etfw”>March 28, 2025</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>
এছাড়া, থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়েছে, যদিও সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের সেখানকার কর্তৃপক্ষ এবং উদ্ধারকর্মীরা দ্রুত কাজ শুরু করেছে, তবে ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং পরবর্তীকালে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছু সময় লাগবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় সেনা এবং উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
এই শক্তিশালী ভূমিকম্পের কারণে দুই দেশের বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং একাধিক ভবন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর আসছে। ভূমিকম্পের পরবর্তী আফটারশকগুলি আরও আতঙ্ক সৃষ্টি করেছে।