অনুব্রত মন্ডল একদম ফিট, জানালেন ডাক্তার
August 11, 2022

আজ, বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। গরু পাচারকাণ্ডে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলকে আসানসোলের শীতলপুরের গেস্ট হাউসে নিয়ে যাওয়া হলে তিনি অসুস্থ বোধ করেন। স্থানীয় কোলিয়ারির সাকতরিয়া হাসপাতালের চিকিৎসককে ডেকে এনে বীরভূমের তৃণমূল সভাপতির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
রক্তচাপ মাপার পাশাপাশি অনুব্রত মণ্ডলকে বিভিন্ন ধরণের ওষুধ দেওয়া হয় বলে খবর। আনা হয় অ্যাম্বুলেন্সও। যদিও স্বাস্থ্য পরীক্ষার পর ডাক্তার জানান, অনুব্রত একদম ফিট।
প্রসঙ্গত, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত একাধিক সময় একাধিক বিষয় নিয়ে প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। বিশেষ করে নির্বাচনের সম্মুখে তার মুখের ডায়ালগ গুলো আজও বেশ মানুষের কানে বাজে। তার বলা ‘গুড় বাতাসা’ ও ‘চড়াম চড়াম’ শব্দে ঢাক বাজানো র কথা সোশ্যাল মিডিয়া ও সংবাদ বিভাগে আলোচ্য বিষয়ের আকার ধারণ করে।