BigNews: কয়লা কাণ্ডে BIG STEP ইডির, এবার নজরে ৮ জন IPS অফিসার
August 11, 2022

সম্প্রতি কয়লা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতিতে তোলপাড় হয়েছে রাজ্য রাজীনীতি। সিবিআই ও ইডির পদক্ষেপে নাভিশ্বাস উঠেছে রাজ্যের আমলা থেকে মন্ত্রীদের।
কয়লা পাচার কাণ্ডের তদন্তের জন্য ৮ জন আইপিএস অফিসারকে তলব করল ইডি। আগামী ১৫ আগস্টের পর জ্ঞানবন্ত সিং ও রাজীব মিশ্র সহ রাজ্যের ৮ জন আইপিএস অফিসারকে তলব করেছে ইডি।
প্রসঙ্গত, কয়লা পাচার কান্ড নিয়ে জোর কদমে তদন্ত করছে ইডি । একের পর এক বড় নেতাকে জেরার জন্য তলব করছে কেন্দ্রীয় এই সংস্থা। এর আগে দিল্লির ইডি দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূল রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী মমতার ভাইপো অভিষেক ব্যানার্জি। এবার চোখ রাখার নতুন আইপিএস অফিসারদের জিজ্ঞাসাবাদ করে কোন পদক্ষেপ নেয় কেন্দ্রীয় সংস্থা ইডি।