পাকিস্তানের নদীতে মিলল ৮০ হাজার কোটি টাকার সোনা! ভারতের সঙ্গেও রয়েছে রহস্যময় যোগসূত্র!

পাকিস্তানে আর্থিক সঙ্কট চরমে। খাদ্য, পানীয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাবে ধুঁকছে দেশটি। সবজি, শস্য, ডাল, আটার দাম আকাশছোঁয়া। এই কঠিন সময়েই যেন এক অবিশ্বাস্য ঘটনা ঘটল—সিন্ধু নদীর তলদেশ থেকে পাওয়া গেল বিপুল পরিমাণ সোনা! পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই সোনার মূল্য প্রায় ৮০ হাজার কোটি টাকা। এক কথায়, এটি যেন সাক্ষাৎ গুপ্তধনের সন্ধান!

অর্থনৈতিক সঙ্কট থেকে মুক্তি মিলবে?

পাকিস্তানের পঞ্জাব প্রদেশের অ্যাটক জেলায় সিন্ধু নদীর নীচে খনিজ অনুসন্ধান চালিয়ে এই বিপুল সোনার ভাণ্ডারের সন্ধান পেয়েছে দেশটির সরকার। কীভাবে এই সোনা নিষ্কাশন করা হবে, তা নিয়েও চলছে পরিকল্পনা। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সোনা যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তবে অর্থনৈতিক মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে পাকিস্তান। সরকারি ইঞ্জিনিয়ারিং সংস্থা ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পাকিস্তান এবং পঞ্জাবের মাইনস অ্যান্ড মিনারেলস বিভাগ যৌথভাবে খননকার্য চালাবে।

নীলামের প্রস্তুতি শুরু

ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের ম্যানেজিং ডিরেক্টর জরগম ইশক খান জানিয়েছেন, সিন্ধু নদীর তীরে অ্যাটক জেলা থেকে পাওয়া এই সোনা নিলামে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রানসাকশন অ্যাডভাইজরি সার্ভিসেস-এর পরামর্শ নিয়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতের সঙ্গে কী সম্পর্ক?

ভূতাত্ত্বিকদের মতে, সিন্ধু নদীর সোনা আসলে হিমালয় থেকে বয়ে এসেছে এবং পাকিস্তানের এই অঞ্চলে জমা হয়েছে। দেশভাগের আগে এই অঞ্চল ভারতের অংশ ছিল। নদীর স্রোতের কারণে সোনার টুকরোগুলি ছোট, গোল এবং চ্যাপ্টা আকার ধারণ করেছে।

অতীতেও মিলেছে সোনার শহর!

এটাই প্রথম নয়, কিছুদিন আগেই প্রত্নতাত্ত্বিকরা ৩০০০ বছর পুরনো এক সোনার শহরের খোঁজ পান। মরুভূমির মধ্যে থাকা এই অঞ্চলটি একসময় সমৃদ্ধ সোনার খনি হিসেবে পরিচিত ছিল। এবার সিন্ধু নদীর তলদেশ থেকে পাওয়া সোনা পাকিস্তানের অর্থনীতিকে কতটা চাঙ্গা করতে পারে, সেটাই দেখার!