আত্মসমর্পণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি: শিবসেনা
August 8, 2022

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে একহাত নিল শিবসেনা। বিজেপি বিরোধিতার ক্ষেত্রে শিবসেনার মুখপাত্র সামানাতে তৃণমূলের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তোলা হয়েছে। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ইডি। তবে এনসিপি নেতা শরদ পাওয়ারের তা নিয়ে বিশেষ কোনো চিন্তা ভাবনা নেই বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে।
শিবসেনা জানিয়েছে, সম্প্রতি মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাজপথে নেমেছে কংগ্রেস। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এনিয়ে কিছুই করেননি। শিবসেনার মন্তব্য, কেন্দ্রীয় সরকারের কাছে আত্মসমর্পণ করেছে তৃণমূল। সেকারণেই তারা উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে চাননি।
শিবসেনার তরফ থেকে আরও জানান হয়েছে যে, কংগ্রেস প্রতিবাদের রাস্তায় নেমেছে কিন্তু অন্যান্য বিরোধী দলের ভূমিকাটা ঠিক কী ? এই নিয়েও জল্পনার সৃষ্টি হচ্ছে।