তিলোত্তমা মামলায় নতুন মোড়! CBI-র তদন্তে সল্টলেকে ডাক পড়ল ১১ পুলিশ আধিকারিকের

আরজি কর হাসপাতালে তিলোত্তমার মৃত্যুর ঘটনায় ফের তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (CBI)। এই মামলায় ইতিমধ্যেই প্রধান অভিযুক্ত সঞ্জয় রাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তদন্তের গতি বাড়াতে এবার সল্টলেকের CBI অফিসে ডাক পড়েছে ১১ জন পুলিশ আধিকারিকের। ঘটনার দিন (৯ আগস্ট, ২০২৪) আরজি কর হাসপাতালের আউটপোস্টে যারা ডিউটিতে ছিলেন, তাদের জেরা করা হচ্ছে।

CBI জানতে চাইছে, ঘটনার দিন কে কোথায় ডিউটি করছিলেন, কী দেখেছিলেন এবং কাদের সঙ্গে যোগাযোগ ছিল। এই খুঁটিনাটি তথ্য সংগ্রহ করাই মূল লক্ষ্য। সোম ও মঙ্গলবার এই পুলিশ আধিকারিকদের সিজিও কমপ্লেক্সে হাজির করা হয়েছে।

প্রসঙ্গত, তিলোত্তমার মা-বাবা সম্প্রতি দিল্লিতে CBI-এর হেড অফিসে গিয়েছিলেন। সেখানে তারা CBI-এর ডিরেক্টরের সঙ্গে দেখা করেন। তিলোত্তমার পরিবারের দাবি, তদন্তের গতি খুবই ধীর। তারা অভিযোগ করেন, CBI তদন্তের অগ্রগতি সম্পর্কে তাদের কোনো আপডেট দিচ্ছে না। তিলোত্তমার বাবা দিল্লি থেকে বলেছেন, “আমরা CBI তদন্তে সন্তুষ্ট নই। তারা বলেছেন, তদন্ত চলছে, ধৈর্য ধরুন। তবে আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”

এই মামলায় CBI-এর তদন্ত এখনও চলছে। পরিবারের পাশাপাশি সাধারণ মানুষেরও দাবি, তিলোত্তমার মৃত্যুর রহস্য সম্পূর্ণভাবে উন্মোচিত হোক এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।