দুঃসংবাদ: হাঁটতে পারছেন না প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

ইডি হেফাজতের মেয়াদ শেষে দুর্নীতির ঘটনায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। বর্তমানে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। রবিবার সকালেই প্রথম স্নান করেছিলেন তিনি।

পার্থ চট্টোপাধ্যায়ের সেলের বাইরেই জলভরা একটি ড্রাম রাখা হয়। সেটার থেকে মগে করে জল নিয়ে নিজেই মাথায় ঢেলে স্নান সারেন। উল্লেখ্য, জেলে ঢোকার পর থেকেই পা ফুলছে পার্থর। ব্যথা রয়েছে কোমরেও। তাই ঠিক মতো হাঁটতে পারছেন না তিনি। ফলে কয়েদিদের জন্য বরাদ্দ স্নানের জায়গায় যেতে পারেননি তিনি। সেলের বাইরে কোনো রকমে স্নান সেরেছেন।

প্রসঙ্গত, প্রসঙ্গত, এইমুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছেন SSC দুর্নীতি কান্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলের ভেতরের হাসপাতালে চিকিৎসা করতে সম্মত হলেন না পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, জেলে সাধারণ কয়েদিদের থেকে সুযোগ -সুবিধা নিতেও নিষেধ করে দিয়েছেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী।

আর সেই কারণেই বিরোধীদের কটাক্ষ হয়তো তিনি তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতার উপর রাগ করেই নিয়েছেন এমন সিদ্ধান্ত। আর সেই কারণে তিনি জেলে রাজ্য সরকারের অধীনস্ত কারা বিভাগের পরিষেবা নিতে রাজি হচ্ছেন না।