‘একটু পরে ফিরে আসব’- বান্ধবীর সঙ্গে হোটেল রুমে ভয়ানক কান্ড! চেক আউট করতেই ‘থ’ সকলে

ব্যারাকপুরের বাসিন্দা বাবলু মণ্ডল তার বান্ধবীকে নিয়ে একটি হোটেলে গিয়েছিলেন। সোমবার বিকেলে দুজনে মিলে হোটেলে চেক ইন করেন। কিছুক্ষণ পর হোটেলের কর্মীরা দেখেন, বাবলুর বান্ধবী একা বেরিয়ে যাচ্ছেন। তারা জিজ্ঞাসা করেন, “ম্যাডাম, আপনি কি চেক আউট করছেন?” মহিলা স্পষ্ট জানান, “না, আমি একটু পরে ফিরে আসব।” এতে কর্মীদের কাছে কিছু অস্বাভাবিক মনে হয়নি।
কিন্তু সোমবার রাত থেকে বাবলু আর ঘর থেকে বেরোননি। তার বান্ধবীও আর হোটেলে ফেরেননি। একজন কর্মী জানান, “অতিথিরা না ডাকলে আমরা নিজে থেকে তাদের ঘরে যাই না। এবারও তাই করিনি।” পরদিন সকালে চেক আউটের সময় পেরিয়ে যাওয়ায় কর্মীরা বাবলুকে ডাকতে যান। তিনি ছিলেন ৩০৪ নম্বর কক্ষে। বারবার ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভাঙতে হয়।
দরজা খুলতেই চোখে পড়ে ভয়ংকর দৃশ্য—বাবলুর দেহ মেঝেতে পড়ে আছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। তৎক্ষণাৎ হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং ওই বান্ধবীর খোঁজ শুরু করে। যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে, এটি বিষ খাওয়ানোর ঘটনা, না অন্য কোনওভাবে হত্যা—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।