নোয়াপাড়া-এয়ারপোর্ট রুটে ছুটল মেট্রো, সফল হলো ট্রায়াল রান; কবে থেকে চালু পরিষেবা ?

কলকাতা মেট্রোর ইতিহাসে আরও একটি নতুন দিগন্ত উন্মোচিত হল। শুক্রবার, নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত মেট্রো পথের প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সাফল্যের মধ্যে দিয়ে চলতি বছরেই এই রুটে যাত্রী পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা আরও জোরালো হল। এই নতুন মেট্রো রুটটি চালু হলে কলকাতা এবং শহরতলীর মানুষের বিমানবন্দরে যাতায়াত আরও সহজ হয়ে যাবে।

মেট্রো সূত্রে খবর, শুক্রবার বেলা ১২টা ৯ মিনিটে নোয়াপাড়া স্টেশন থেকে ট্রায়াল রেকটি যাত্রা শুরু করে এবং দুপুর ১২টা ৩১ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর স্টেশনে পৌঁছায়। অর্থাৎ, মাত্র ৩৬ মিনিটে নোয়াপাড়া থেকে বিমানবন্দরে পৌঁছানো সম্ভব হবে। পরে, দুপুর ১টা ৫৭ মিনিটে বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে ২টো ২১ মিনিটে সেটি পুনরায় নোয়াপাড়ায় ফিরে আসে। এই ট্রায়াল রানের সময় দমদম ক্যান্টনমেন্ট স্টেশনও পরিদর্শন করেন মেট্রোর জেনারেল ম্যানেজার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

এই নতুন রুটে মোট চারটি স্টেশন থাকবে: নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ বিমানবন্দর। এই রুটটি চালু হওয়ার ফলে উত্তর ২৪ পরগণা এবং কলকাতার মধ্যে যোগাযোগ আরও সুগম হবে। এছাড়াও, নোয়াপাড়া স্টেশনটি দক্ষিণেশ্বর এবং গড়িয়ার সাথে যুক্ত হওয়ায় দক্ষিণ ২৪ পরগণার যাত্রীদেরও সরাসরি বিমানবন্দরে পৌঁছানো সহজ হবে।

গত কয়েক বছরে কলকাতা মেট্রোর বিস্তার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই নতুন রুটের সংযোজন মেট্রো পরিষেবাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। কর্তৃপক্ষের আশা, বাকি কাজ দ্রুত শেষ করে খুব শীঘ্রই এই রুটে সাধারণ মানুষের জন্য মেট্রো চলাচল শুরু করা সম্ভব হবে। এই রুটটি চালু হলে কলকাতা মেট্রোর মুকুটে আরও একটি পালক যুক্ত হবে, তা বলাই বাহুল্য।