মুখোমুখি দেখা, ছলছল চোখে তাকালেন অর্পিতা, দীর্ঘশ্বাস পার্থর

এখনো গভীর রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জির মধ্যে হৃদয়ের টান। আর সেই কারণেই আদালতে ঢোকার মুখে পার্থ চট্টোপাধ্যায়কে দেখে ধরা পরে চোখে মুখে পার্থ কে নিয়ে উদ্বেগ। পার্থ এবং অর্পিতাকে বুধবার আদালতে হাজির করা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়েরও চোখে-মুখে ক্লান্তির ছাপ ছিল, যেন ধুঁকছেন।
পার্থ চট্টোপাধ্যায়ের চাউনিতেই ফুটে উঠেছিল অসহায়তা। কোর্টরুমের দরজার সামনে থমকে দাঁড়ান একবার। পড়ল দীর্ঘ নিঃশ্বাস। অর্পিতাকে এজলাসে নিয়ে আসা হল অন্য দরজা দিয়ে। তাঁর চেহারাতে ছিল ক্লান্তির ছাপ। উৎকণ্ঠার চোখে একবার পার্থ চট্টোপাধ্যায়ের দিকে তাকান অর্পিতা। এরপরেই শুরু হয়েছিল শুনানি।
প্রসঙ্গত, সম্প্রতি অর্পিতার ফ্লাট থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি। ওই সমস্ত কাগজ ক্ষতিয়ে দেখে ইডির দাবি SSC নিয়োগে সরাসরি যুক্ত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী। শুধু তাই নয় ঘনিষ্ঠ বান্ধবীর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জন্য রেখে দিয়েছিলেন আলাদা কোটা।
তার কোটার থেকেই চিরকুটে লিখে চাকরির জন্য সুপারিশ করতেন ইডির হেফাজতে থাকা অভিযুক্ত অর্পিতা মুখার্জি। বান্ধবীর কোটার প্রাথীদের শিক্ষা দফতরের বিভিন্ন পদে নিয়োগ করেছেন পার্থ।